
নিউজ ডেস্ক: ট্রাক থেকে চাঁদা তোলার সময় ছবি তোলায় সাংবাদিকের ওপর হামলা চালিয়েছে বন বিভাগের লোকজন ও তাদের দালালরা। আজ বুধবার সকালে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের গাজীপুরের কালিয়াকৈর উপজেলার খাড়াজোড়া এলাকায় এই ঘটনা ঘটে।
এই ঘটনায় পুলিশ এক দালালকে আটক করেছে। তার নাম আ. আজিজ (৪৫)। তিনি উপজেলার গোয়ালবাথান এলাকার সদর আলীর ছেলে।
প্রত্যক্ষদর্শী ও আহত সাংবাদিক জানান, ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের কালিয়াকৈর উপজেলার খাড়াজোড়া এলাকায় বন বিভাগের একটি চেকপোস্ট রয়েছে।
ওই চেকপোস্টের নাম করে ঈদকে সামনে রেখে ট্রাক থামিয়ে প্রকাশ্যে চাঁদাবাজি করছিল বন বিভাগের কয়েকজন প্রহরী। এ সময় আলোকিত বাংলাদেশ পত্রিকার কালিয়াকৈর প্রতিনিধি সাগর আহমেদ মোটরসাইকেলে করে কালিয়াকৈরের দিকে যাচ্ছিলেন।
এই অবস্থা দেখে তিনি ছবি তোলেন। এ সময় ওই চেকপোস্টের প্রহরী মো. রফিক, আবুল বাশার ও দালাল আব্দুল আজিজ তাকে ধরে নিয়ে কথিত ওই চেকপোস্টে নিয়ে যায়। সেখানে তাকে এলোপাতাড়ি মারধর করে তার ল্যাপটপ,ক্যামেরা ও টাকা-পয়সা ছিনিয়ে নেয় দুষ্কৃতকারীরা।
এ বিষয়ে জানতে চাইলে চন্দ্রা বন বিট কর্মকর্তা আকরাম হোসেন জানান, তিনি জরুরি কাজে গাজীপুর কোর্টে গিয়েছিলেন। এ সুযোগে প্রহরীরা ট্রাক থেকে টাকা তুলতে পারেন। তবে তিনি হামলার জন্য দুঃখ প্রকাশ করে বলেন, জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
এ সময় প্রত্যক্ষদর্শী কয়েকজন সাংবাদিক পুলিশকে বিষয়টি জানালে বেলা সাড়ে ১১টার দিকে কালিয়াকৈর থানা পুলিশ তাকে উদ্ধার করে। ঘটনাস্থল থেকে দালাল আব্দুল আজিজকে আটক করা হয়। এ সময় বন বিভাগের প্রহরী মো. রফিক, আবুল বাশার দৌড়ে পালিয়ে যায়।
এ ব্যাপারে কালিয়াকৈর থানা পুলিশের ওসি আব্দুল মোতালেব মিয়া জানান, এ ব্যাপারে সাংবাদিক সাগর আহমেদ বাদী হয়ে একটি অভিযোগ দায়ের করেছেন।