
নিউজ ডেস্ক: ব্যক্তি শ্রেণির আয়কর রিটার্ন দাখিলের শেষ সময় অক্টোবরের পরিবর্তে নভেম্বর পর্যন্ত করা হয়েছে। গত ২ জুন বাজেট ঘোষণায় রিটার্ন দাখিলের নতুন যে সময় অর্থমন্ত্রী নির্ধারণ করেছিলেন আজ বুধবার সংসদে তা সংশোধন করা হয়েছে।
এদিন সংসদ অধিবেশনে জাতীয় পার্টির এমপি ফখরুল ইমাম রিটার্ন দাখিলের সময় অক্টোবরের পরিবর্তে নভেম্বর পর্যন্ত করার প্রস্তাব করেন। জবাবে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেন, সংসদে বিষয়টি মেনে নিলে তার আপত্তি নেই। পরে সংশোধনী এ প্রস্তাব কণ্ঠভোটে পাস হয়।
বর্তমানে কম্পানি ব্যতীত অন্যান্য করদাতার জন্য রিটার্ন জমা দেওয়ার শেষ সময় ৩০ সেপ্টেম্বর পর্যন্ত। কিন্তু প্রতি বছরই করদাতাদের আবেদনের পরিপ্রেক্ষিতে সময় বাড়ানো হয়। কখনও কখনও রিটার্ন দাখিলের শেষ তারিখ একাধিকবার বর্ধিত করা হয়। তবে জাতীয় রাজস্ব বোর্ড(এনবিআর) বলছে, ৩০ নভেম্বরের পর এবার কোনোভাবেই সময় আর বাড়ানো হবে না।