
নিউজ ডেস্ক: বাস মালিকদের অভ্যন্তরীণ দ্বন্দ্বে নাটোর-রাজশাহী রুটে বাস চলাচল বন্ধ রয়েছে। আজ বুধবার বেলা ১১টা থেকে বাস চলাচল বন্ধ হয়ে যায়।
এ ব্যাপারে জানতে চাইলে রাজশাহী মোটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মাহতাব উদ্দিন অভিযোগ করে বলেন, 'নাটোর বাস মালিক সমিতির ইচ্ছায় রাজশাহীর মালিকদের গাড়ি চালাতে হবে। বেলা ১২ টার আগে রাজশাহীর কোনো গাড়ি নাটোরে ঢুকতে পারবে না।
এর প্রতিবাদ করলেই রাজশাহীর গাড়ি ফিরিয়ে দেওয়া হয়।' তিনি জানান, যাত্রীদের দুর্ভোগের কথা মাথায় রেখে রাজশাহী থেকে ঢাকাগামী সকল গাড়ি নওগাঁ হয়ে পাঠানো হচ্ছে।
অপরদিকে নাটোর বাস মালিক সমিতির সভাপতি লক্ষণ পোদ্দার এ অভিযোগ অস্বীকার করে বলেন, 'রাজশাহীর শ্রমিক নেতারা চেইনের বাইরে জোর করে নতুন গাড়ি ছাড়ে।
ফলে গাড়ি চলাচলে ব্যবস্থাপনা নষ্ট হয়। এ সময় শ্রমিকরা প্রতিবাদ করলে রাজশাহীর প্রভাবশালী শ্রমিক নেতা রবি ও মাহতাব উদ্দিনের নির্দেশে নাটোরে গাড়ি আটকসহ শ্রমিকদের মারপিট করা হয়।
বুধবার একই কায়দায় নাটোরে তিন গাড়ি আটক করা হয়েছে।' তিনি আরও জানান, রাজশাহী মালিকদের গাড়ি ছাড়া ঢাকা-রাজশাহী রুটে অন্য মালিকদের গাড়ি নাটোরে ওপর দিয়ে চলাচল করছে।