
নিউজ ডেস্ক : একটু ভিন্ন ভাবেই এবার ঈদ পালন করছেন Voice Of Rights এর সদস্যরা। আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে পথশিশু ও দুস্থ-অসহায় মানুষ এর সাথে ঈদের আনন্দ ভাগ করে নিতে এবার এই সামাজিক সংস্থাটি উদ্দ্যোগ নিয়েছে সাধারণ মানুষ এর মধ্যে সচেতনতা সৃষ্টি করার।
বর্তমানের সবচেয়ে জনপ্রিয় সোশ্যাল মাধ্যম ফেসবুকে ইভেন্ট খুলে সকলকে আহবান করেছেন যাতে প্রত্যেকে তার নিজ নিজ অবস্থান থেকে অন্তত একজন পথশিশুকে হলেও ঈদের পোশাক কিনে দেন।
দেশের বিভিন্ন প্রান্ত থেকে ছাত্র, চাকুরীজীবী, ব্যবসায়ী সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ সোৎসাহে অংশ নিচ্ছে এই মহৎ কাজে। একজনকে দেখে যাতে অন্য কেউ আগ্রহী হয়ে এগিয়ে আসে সে জন্য ছবি তুলে "সবার জন্য, ঈদ আনন্দ" ইভেন্টে তা আপলোড করার আহবান করা হয়েছে।
Voice Of Rights এর মুখপাত্র মো: রিফাত হাসান জানান, "আমাদের সকলের সম্মিলিত প্রচেষ্টাই পারে আমাদের সমাজের পরিবর্তন আনতে। আর সেটা কাজে প্রমান করে দেয়ার জন্যই একঝাক তরুন এবং মেধাবী সদস্যদের নিয়ে এই ধরনের একটা প্লাটফর্ম তৈরী করা হয়েছে।"