News71.com
 Bangladesh
 29 Jun 16, 09:22 PM
 443           
 0
 29 Jun 16, 09:22 PM

সারাদেশের গুম-খুনে র‍্যাব-পুলিশ জড়িত : বিএনপি নেত্রী খালেদা জিয়া

সারাদেশের গুম-খুনে র‍্যাব-পুলিশ জড়িত : বিএনপি নেত্রী খালেদা জিয়া

নিউজ ডেস্ক: বিএনপি নেতা-কর্মীদের গুম-খুনের সঙ্গে র‍্যাব-পুলিশ জড়িত দাবি করে বিএনপি দলের চেয়ারপারসন খালেদা জিয়া বলেছেন, গুম-খুনে জড়িত র‍্যাব-পুলিশ সদস্যদের কোনো দিন ক্ষমা করা হবে না। এদের বিচার করা হবেই । আজ বুধবার রাজধানীর গুলশানের একটি হোটেলে ইফতার অনুষ্ঠানে খালেদা জিয়া এ কথা বলেন।

২০১৩ সাল থেকে শুরু হওয়া বিএনপির আন্দোলনে গুম ও খুন হওয়া দলীয় নেতা-কর্মীদের ও পরিবারের সদস্যদের সঙ্গে নিয়ে খালেদা জিয়া আজ ইফতার করেন গুলশানের একটি হোটেলে। এই ইফতার অনুষ্ঠানে ৩৮টি পরিবার অংশ নেয়।

তিনি অভিযোগ করেন, ২০১৩ সালে বিএনপির আন্দোলন দমন করার জন্য সরকার গুম-খুন শুরু করেছিল। গণতান্ত্রিক অবস্থা ফিরে এলে গুম হওয়া ব্যক্তিদের খোঁজ করার চেষ্টা করা হবে। যেসব র‍্যাব ও পুলিশের সদস্য এইসব কর্মকান্ডের সঙ্গে জড়িত, তাঁদের কোনো দিন ক্ষমা করা হবে না। তাঁদের বিচার একদিন না একদিন হবেই। গুম হওয়া ব্যক্তিরা ফেরত না এলেও, বিচার পেলে পরিবারের স্বজনেরা শান্তি পাবেন। খালেদা জিয়া আওয়ামী লীগকে ‘জালেম’, ‘খুনি’ ও ‘গুপ্তহত্যাকারী’ বলে অভিযোগ করেন। তিনি আরো বলেন, ‘শিগগিরই দুনিয়াতেই যেন আওয়ামী লীগের বিচার হয়, মানুষ যেন তা দেখতে পায়।’

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন