News71.com
 Bangladesh
 29 Jun 16, 09:13 PM
 442           
 0
 29 Jun 16, 09:13 PM

এসপি বাবুল আক্তারের স্ত্রী মিতু হত্যাকাণ্ডে জড়িত সন্দেহভাজন পাঁচজনের দেশ ছাড়ার ওপর নিষেধাজ্ঞা জারি চট্টগ্রাম মহানগর পুলিশের...

এসপি বাবুল আক্তারের স্ত্রী মিতু হত্যাকাণ্ডে জড়িত সন্দেহভাজন পাঁচজনের দেশ ছাড়ার ওপর নিষেধাজ্ঞা জারি চট্টগ্রাম মহানগর পুলিশের...

নিউজ ডেস্ক: এসপি বাবুল আক্তারের স্ত্রী মাহমুদা আক্তার মিতু হত্যাকাণ্ডে সন্দেহভাজন পাঁচজনের দেশ ছাড়ার ওপর নিষেধাজ্ঞা দিয়েছে চট্টগ্রাম মহানগর পুলিশ(সিএমপি)। বুধবার সিএমপির পক্ষ থেকে এ নিষেধাজ্ঞা দিয়ে বাংলাদেশের সব স্থল ও বিমানবন্দরে বার্তা পাঠানো হয়।

নিষেধাজ্ঞা আরোপ করা ব্যক্তিরা হলেন- মুসা, রাশেদ, নবী, শাজাহান ও কালু। গত ৫ জুনের হত্যাকাণ্ডে এরা সরাসরি জড়িত ছিলেন বলে পুলিশ কর্মকর্তাদের ধারণা।

এ ব্যাপারে জানতে চাইলে চট্টগ্রাম মহানগর পুলিশ কমিশনার ইকবাল বাহার বলেন, “পাঁচজন যাতে দেশের বাইরে যেতে না পারে, সেজন্য স্থল ও বিমানবন্দরগুলোকে পুলিশের তরফ থেকে জানানো হয়েছে।”

এ বিষয়ে পুলিশ কর্মকর্তারা জানিয়েছেন, মিতু হত্যাকাণ্ডে ‘সরাসরি জড়িত’ মোতালেব মিয়া ওয়াসিম ও আনোয়ার হোসেনের আদালতে দেওয়া জবানবন্দিতে এই পাঁচজনের সংশ্লিষ্টতার কথা এসেছে।

এদিকে এই হত্যাকাণ্ডের জন্য শুরুতে জঙ্গিদের দায়ী মনে করলেও তদন্তকারীরা এখন বলছেন, গ্রেপ্তার ব্যক্তিরা পেশাদার অপরাধী।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন