
নিউজ ডেস্ক: এসপি বাবুল আক্তারের স্ত্রী মাহমুদা আক্তার মিতু হত্যাকাণ্ডে সন্দেহভাজন পাঁচজনের দেশ ছাড়ার ওপর নিষেধাজ্ঞা দিয়েছে চট্টগ্রাম মহানগর পুলিশ(সিএমপি)। বুধবার সিএমপির পক্ষ থেকে এ নিষেধাজ্ঞা দিয়ে বাংলাদেশের সব স্থল ও বিমানবন্দরে বার্তা পাঠানো হয়।
নিষেধাজ্ঞা আরোপ করা ব্যক্তিরা হলেন- মুসা, রাশেদ, নবী, শাজাহান ও কালু। গত ৫ জুনের হত্যাকাণ্ডে এরা সরাসরি জড়িত ছিলেন বলে পুলিশ কর্মকর্তাদের ধারণা।
এ ব্যাপারে জানতে চাইলে চট্টগ্রাম মহানগর পুলিশ কমিশনার ইকবাল বাহার বলেন, “পাঁচজন যাতে দেশের বাইরে যেতে না পারে, সেজন্য স্থল ও বিমানবন্দরগুলোকে পুলিশের তরফ থেকে জানানো হয়েছে।”
এ বিষয়ে পুলিশ কর্মকর্তারা জানিয়েছেন, মিতু হত্যাকাণ্ডে ‘সরাসরি জড়িত’ মোতালেব মিয়া ওয়াসিম ও আনোয়ার হোসেনের আদালতে দেওয়া জবানবন্দিতে এই পাঁচজনের সংশ্লিষ্টতার কথা এসেছে।
এদিকে এই হত্যাকাণ্ডের জন্য শুরুতে জঙ্গিদের দায়ী মনে করলেও তদন্তকারীরা এখন বলছেন, গ্রেপ্তার ব্যক্তিরা পেশাদার অপরাধী।