
নিউজ ডেস্ক: রাজশাহীতে একটি আবাসিক হোটেল থেকে এক ব্যাংক কর্মকর্তার লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ বুধবার বিকেলে নগরের লক্ষ্মীপুর এলাকার সেঞ্চুরি নামের ওই আবাসিক হোটেল থেকে লাশটি উদ্ধার করা হয়।
হোটেলের রেজিস্টার্ড খাতা থেকে পাওয়া তথ্য মতে, মৃত ব্যক্তির নাম আবদুল্লাহ হীল বাকি ওরফে খোকন (৪৫)। তাঁর বাড়ি কুড়িগ্রামের খলিলগঞ্জ উপজেলায়। তিনি সেখানে কৃষি ব্যাংকের সুপারভাইজার পদে চাকরি করতেন।
দাপ্তরিক কাজে তিন দিন আগে রাজশাহীতে গিয়েছিলেন। এ ব্যাপারে জানতে চাইলে নগরের রাজপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমানুল্লাহ বলেন, বেলা ৩টার দিকে হোটেলের চেক আউটের সময় বাইরে থেকে দরজায় কড়া নাড়লে ভেতর থেকে আবদুল্লাহ হীল বাকি কোনো সাড়া দেননি।
তখন হোটেলের পক্ষ থেকে বিষয়টি পুলিশকে জানানো হয়। তিনি আরো বলেন, ঘটনাস্থলে গিয়ে তিনি ভেতর থেকে দরজাটি বন্ধ পেয়েছেন। ভেতরে ঢুকে দেখেন যে বাথরুমে আবদুল্লাহ হীল বাকি উপুড় হয়ে পড়ে আছেন। প্রাথমিকভাবে পুলিশ ধারণা করছে, হার্ট অ্যাটাকে তাঁর মৃত্যু হতে পারে।