
নিউজ ডেস্ক: নাটোরের বাগাতিপাড়া উপজেলায় নম্বরবিহীন মোটরসাইকেল ও তিন বোতল ফেনসিডিলসহ দুজনকে আটক করেছে মডেল থানা পুলিশ।
আটককৃতরা হলেন- উপজেলার বারইপাড়া মহল্লার মৃত মফিজউদ্দিন এর ছেলে ও সোনালী ব্যাংক বাগাতিপাড়া শাখার অস্থায়ী পরিচ্ছন্নতাকর্মী ফজলুর হক(৩০), একই উপজেলার কসবে মালঞ্চি গ্রামের মৃত কামরুল হাসানের ছেলে মেহেদী হাসান ওরফে রোজ (৩২)।
থানা পুলিশ সূত্রে জানা যায়, আজ বুধবার দুপুর ২টার দিকে উপজেলার সাধীমারা এলাকায় নম্বরবিহীন মোটরসাইকেল চেকিং চলাকালে ওয়ালটন ব্যান্ডের নম্বরবিহীন মোটরসাইকেল এবং সন্দেহজনক হওয়ায় বহনকারীর শরীর তল্লাশি করে রোজের কাছ থেকে দুই বোতল ও ফজলুরের শরীরে এক বোতল ফেনসিডিলসহ দুজনকে আটক করে থানা পুলিশ।
এ ব্যাপারে বাগাতিপাড়া মডেল থানার এসআই লেবু মিঞা জানান, আটককৃতদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।