News71.com
 Bangladesh
 29 Jun 16, 08:18 PM
 429           
 0
 29 Jun 16, 08:18 PM

পুরোহিতের পর এবার ময়মনসিংহের ঈশ্বরগঞ্জের ইউএনও রাজীব কুমার সরকারকে হত্যার হুমকি

পুরোহিতের পর এবার ময়মনসিংহের ঈশ্বরগঞ্জের ইউএনও রাজীব কুমার সরকারকে হত্যার হুমকি

নিউজ ডেস্ক: ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কে গুলি করে মেরে ফেলার হুমকি দিয়েছে স্থানীয় এক শিবির নেতা। ওই কর্মকর্তার ফেসবুক ঠিকানার ইনবক্সে ওই হুমকি দেওয়ার ঘটনাটি প্রকাশ পায় গতকাল মঙ্গলবার রাতে।

আজ বুধবার পুলিশসহ বিভিন্ন সংস্থা ঘটনাটি তদন্ত ও হুমকিদাতাকে ধরতে মাঠে নেমেছে। এ বিষয়ে জানতে চাইলে ইউএনও রাজীব কুমার সরকার হুমকি পাবার সত্যতা নিশ্চিত করে বলেন, বিষয়টি আইনশৃঙ্খলা রক্ষাকারী কর্তৃপক্ষকে জানিয়েছেন।বিষয়টি এখন তাঁরা দেখছেন।

ইউএনও আরো বলেন, কাজের চাপে গত তিনদিন ফেসবুক খুলেননি। গতকাল মঙ্গলবার রাতে ফেসবুক খোলার পর ইনবক্সে একটি বার্তা দেখতে পান। সেটি পাঠিয়েছে ঈশ্বরগঞ্জের বড়হিত ইউনিয়ন ছাত্র শিবির নাম দিয়ে।

বার্তায় তাঁকে (ইউএনওকে) বলা হয়,‘তোর বুক বরাবর গুলি করবো,তুই মৃত্যুর জন্য তৈরি থাকিস’ সর্বশেষ সম্প্রদায় তুলে ধরে গালাগাল দেওয়া হয়। এ ব্যাপারে ঈশ্বরগঞ্জ থানার উপ-পরিদর্শক মো. গোলাম মওলা জানান, থানার সকলেই একটি টিম ওয়ার্কের মাধ্যমে মাঠে নেমে হুমকিদাতাকে চিহ্নিতসহ ধরার চেষ্টা করছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন