News71.com
 Bangladesh
 29 Jun 16, 08:17 PM
 410           
 0
 29 Jun 16, 08:17 PM

রাজধানীর মিরপুরে ফুটপাতে হকার বসাকে কেন্দ্র করে হকার-পুলিশের মধ্যে সংঘর্ষ

রাজধানীর মিরপুরে ফুটপাতে হকার বসাকে কেন্দ্র করে হকার-পুলিশের মধ্যে সংঘর্ষ

নিউজ ডেস্ক: রাজধানীর মিরপুর-১ এর ফুটপাতে হকার বসাকে কেন্দ্র করে হকার-পুলিশের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে।

বুধবার বিকেলে কয়েক দফায় সংঘর্ষের ঘটনা ঘটে। মিরপুর বিভাগীয় পুলিশ জানায়, বিপণিবিতানগুলোর সামনে হকার বসার কারণে মিরপুরে প্রচণ্ড যানজটের সৃষ্টি হয়।

রমজান মাসে এই যানজট বেড়ে যাওয়ায় ট্রাফিক পুলিশ রাস্তায় হকার উচ্ছেদ অভিযান শুরু করে। উচ্ছেদের এক পর্যায়ে হকাররা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছুড়লে সংঘর্ষ শুরু হয়।

এসময় মিরপুরের আশপাশের দোকানপাট ও সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। ওই এলাকায় দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।

এ বিষয়ে পুলিশের দারুসসালাম থানার উপ-পরিদর্শক (এসআই) হাবিবুর রহমান বলেন, এখন কোনো সংঘর্ষ নেই। সড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন