News71.com
 Bangladesh
 29 Jun 16, 08:15 PM
 411           
 0
 29 Jun 16, 08:15 PM

কুড়িগ্রামের রাজীবপুর উপজেলা আওয়ামী লীগ সভাপতির এক সাংবাদিককে প্রাণনাশের হুমকি

কুড়িগ্রামের রাজীবপুর উপজেলা আওয়ামী লীগ সভাপতির এক সাংবাদিককে প্রাণনাশের হুমকি

নিউজ ডেস্ক: কুড়িগ্রামের রাজীবপুর উপজেলা আওয়ামী লীগ সভাপতি ও উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল হাই সরকার দৈনিক কালের কণ্ঠের রৌমারী প্রতিনিধি কুদ্দুস বিশ্বাসকে জীবননাশের হুমকি দিয়েছেন।

আজ বুধবার সকাল ১১টার দিকে উপজেলা রোডে অবস্থিত ওই সাংবাদিকের ব্যবসা প্রতিষ্ঠানে উপস্থিত হয়ে প্রকাশ্যে হুমকি দেন আওয়ামী লীগ নেতা আব্দুল হাই।

অস্বচ্ছল মুক্তিযোদ্ধার নামে বরাদ্ধকৃত সরকারি খরচে পাকা বাড়ি নির্মাণ সুবিধা নিজের নামে গ্রহণ করা সংক্রান্ত একটি সংবাদ তাঁর বিরুদ্ধে প্রকাশ করার অপরাধে ক্ষিপ্ত হয়ে তিনি এই ঘটনা ঘটায়।

এ বিষয়ে সাংবাদিক কুদ্দুস বিশ্বাস অভিযোগ করেন, আওয়ামী লীগ সভাপতি আব্দুল হাই সরকার আমাকে দেখে নেওয়ার হুমকি দেয় এবং সাংবাদিকতা কিভাবে করো শিখিয়ে দিব। প্রকাশিত সংবাদের প্রতিবাদ না দিলে তোমার পরণতি খারাপ হবে।

বিষয়টি সঙ্গে সঙ্গে রাজীবপুর থানার অফিসার ইনচার্জকে অবহিত করা হয়েছে। এদিকে এ ঘটনার পরপরই রাজীবপুর ও রৌমারী প্রেসক্লাবের সাংবাদিকরা তীব্র প্রতিবাদ ও নিন্দা জ্ঞাপন করেন।

এ ব্যাপারে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদ চেয়ারম্যান শফিউল আলম বলেন, ‘ওই ঘটনা আওয়ামী লীগ সভাপতির ব্যক্তিগত বিষয়। এর দায় দল বহন করবে না।

একই সঙ্গে তিনি জানান, সংবাদ প্রকাশের জের ধরে সাংবাদিককে হুমকি আওয়ামী লীগ কখনও মেনে নিবে না।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন