News71.com
 Bangladesh
 29 Jun 16, 07:45 PM
 447           
 0
 29 Jun 16, 07:45 PM

মাদারীপুরের শিবচরে এক ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা

মাদারীপুরের শিবচরে এক ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা

নিউজ ডেস্ক: মাদারীপুরের শিবচরে মিঠু বেপারী (৩৪) নামে এক ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। গতকাল মঙ্গলবার রাতে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। নিহত মিঠু বেপারী উপজেলার কাঁঠালবাড়ি ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত সদস্য ছিলেন।

হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে রাজা মিয়া জমাদ্দার নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। স্থানীয়, পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, তারাবি নামাজ পড়ে রাত ১০টার দিকে বাড়ি ফিরছিরেন মিঠু বেপারী।

পথে একই ওয়ার্ডের চরচান্দা এলাকায় তাঁকে একা পেয়ে দুর্বৃত্তরা তাঁর ওপর হামলা করে। এ সময় স্থানীয়রা এগিয়ে এসে তাঁকে গুরুতর অবস্থায় উদ্ধার করে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

নিহত ইউপি সদস্য মিঠু বেপারী কাঁঠালবাড়ি ইউনিয়নের তোতামিয়া বেপারীর কান্দি গ্রামের তোতা মিয়া বেপারীর ছেলে। তিনি চলতি বছর ইউপি নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সদস্য নির্বাচিত হন।

শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডা. আসিফ উজ্জামান জানান, মঙ্গলবার রাত ১০টা দিকে মিঠু বেপারীকে হাসপাতালে আনা হয়। তাঁর শরীরের পেছনে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। তাঁর ফুসফুসেও আঘাতের চিহ্ন পাওয়া গেছে।

অতিরিক্ত রক্তক্ষরণে হাসপাতালে আনার আগেই মারা গেছেন তিনি। শিবচর থানার ওসি মো. জাকির হোসেন মোল্লা জানান, এ হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে একই ইউনিয়নের চরচন্দ্রা গ্রামের কালাই জমাদ্দারের ছেলে রাজা মিয়া জমাদ্দারকে রাতেই আটক করা হয়েছে।

পূর্ব শত্রুতা ও ইউপি নির্বাচন নিয়ে বিরোধের জের ধরে এ হত্যাকাণ্ড ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তদন্তের পর আসল ঘটনা বেরিয়ে আসবে। এ ব্যাপারে একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন