
নিউজ ডেস্ক: বরগুনায় জমি নিয়ে বিরোধের জের ধরে শিরিন (৩০) নামে এক শারীরিক প্রতিবন্ধী নারীকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের লোকজনের বিরুদ্ধে। আজ দুপুর আড়াইটার দিকে বরগুনা সদর উপজেলার নলটোনা ইউনিয়নের গাজী মাহমুদ গ্রামে এ ঘটনা ঘটে।
এদিকে, এ ঘটনায় জড়িত সন্দেহে প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য ৪ জনকে আটক করেছে পুলিশ।
বরগুনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিয়াজ হোসেন সাংবাদিকদের বলেন, পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ, রক্তমাখা দা ও বটি উদ্ধার করেছে। ঘটনাটি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে।