
নিউজ ডেস্কঃ জুমাতুল বিদা, পবিত্র শব-ই কদর ও পবিত্র ঈদ-উল ফিতর উপলক্ষে ১ই জুলাই থেকে ১৪ই জুলাই পর্যন্ত খুলনা বিশ্ববিদ্যালয় (খুবি) ছুটি ঘোষণা করা হয়েছে ।
ঈদ ছুটি এবং ১৫ ও ১৬ই জুলাই সাপ্তাহিক ছুটি শেষে ১৭ই জুলাই রোববার সকাল ৯টা থেকে যথারীতি বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ও একাডেমিক কার্যক্রম ফের শুরু হবে। এদিকে বিশ্ববিদ্যালয়ের প্রভোস্ট কাউন্সিলের সভার সিদ্ধান্ত অনুযায়ী পবিত্র মাহে রমজান ও আসন্ন ঈদ-উল ফিতর উপলক্ষে ৪ই জুলাই বিকেল ৫টা থেকে ৯ই জুলাই পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলো বন্ধ থাকবে ।
এ কারণে হলে অবস্থানকারী সব শিক্ষার্থীকে আগামী ৪ই জুলাই (সোমবার) বিকেল ৫টার মধ্যে তাদের স্ব স্ব হল ত্যাগ করার জন্য বলা হয়েছে। ১০ই জুলাই রোববার সকাল ৮টা থেকে ফের স্ব স্ব হলে প্রবেশ করা যাবে। খুবির রেজিস্ট্রার অফিস থেকে আজ বিকেলে বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য প্রকাশ করা হয়েছে ।