
নিউজ ডেস্ক: অবৈধ সম্পদ অর্জনের মামলায় কক্সবাজার ৪ আসনের সংসদ সদস্য আবদুর রহমান বদির আত্মপক্ষ সমর্থন শেষে যুক্তিতর্কের জন্য আগামী ২০ জুলাই দিন ধার্য করা হয়েছে।
আজ বুধবার আসামির আত্মপক্ষের সমর্থনে নিজেকে নির্দোষ দাবি করলে ঢাকার ৩ নম্বর বিশেষ জজ আদালতের বিচারক আবু আহম্মেদ জমাদ্দার যুক্তিতর্কের জন্য পরবর্তী দিন ধার্য করেন। এ সময় জামিনে থাকা বদি আদালতে হাজির ছিলেন।
রাষ্ট্রপক্ষে মামলাটি পরিচালনা করেন দুদুকের বিশেষ পিপি কবির হোসাইন। তিনি জানান, এর আগে এ মামলায় চার্জশিটভুক্ত ১৩ জনের মধ্যে ১০ জনের সাক্ষ্য গ্রহণ করা হয়েছে।
গত বছরের ৮ সেপ্টেম্বর আসামির বিরুদ্ধে দুনীতি দমন কমিশন আইনের ২৬(২) ও ২৭(২) ধারায় অভিযোগ গঠন করেন একই আদালতে। জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন এবং সম্পদের তথ্য গোপনপূর্বক মিথ্যা তথ্য দিয়ে মানি লন্ডারিং আইনের বিধান লঙ্ঘনের অভিযোগে গত বছর ৭ মে দুদকের উপপরিচালক মঞ্জুর মোর্শেদ বদির বিরুদ্ধে চার্জশিট দাখিল করেন।
চার্জশিটে বলা হয়, সংসদ সদস্য আবদুর রহমান বদি নির্বাচন কমিশনে গত বছরের ২০ মার্চ জমা দেওয়া বিবরণীতে হলফনামায় বলেছেন তাঁর বার্ষিক আয় সাত কোটি ৩৯ লাখ ৩৯ হাজার ৮০৮ টাকা।
আর বার্ষিক ব্যয় দুই কোটি ৮১ লাখ ২৯ হাজার ৯২৮ টাকা। তাঁর নিজের ও সন্তানদের নামে স্থাবর ও অস্থাবর সম্পত্তির পরিমান পাঁচ কোটি ২০ লাখ ১৪ হাজার ৫৩৮ টাকা বলেছেন। পাঁচ বছরে তাঁর আয় ৩৬ কোটি ৯৬ লাখ ৯৯ হাজার ৪০ টাকা।
যেখানে ২০০৮ সালে নবম জাতীয় সংসদ নির্বাচনের আগে দাখিল করা সম্পদ বিবরণীর সঙ্গে জমা দেওয়া হলফনামা মোতবেক তাঁর বার্ষিক আয় ছিল দুই লাখ ১০ হাজার ৪৮০ টাকা।
ব্যয় ছিল দুই লাখ ১৮ হাজার ৭২৮ টাকা। ওই সময় বিভিন্ন ব্যাংকে তাঁর মোট জমা ও সঞ্চয়ী আমানত ছিল ৯১ হাজার ৯৮ টাকা।
এ ছাড়া তদন্তে দেখা গেছে, বদি গত ২০১৩ সালের ৩০ জুন থেকে ২০ নভেম্বর থেকে পর্যন্ত সময়ের আয়কর রিটার্ন জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) এ দাখিল করেন।
ওই রিটার্ন থেকে জানা গেছে, তাঁর স্থাবর সম্পদের পরিমাণ ছয় কোটি ৮৭ লাখ ২৮ হাজার ৬৪২ টাকা এবং অস্থাবর সম্পদের পরিমান ৯ কোটি ১৯ লাখ ৬৭ হাজার ৫৬৫ টাকা অর্থাৎ ১৬ কোটি ছয় লাখ ৯৬ হাজার ২০৭ টাকা। এ ক্ষেত্রে সম্পদ গোপনের পরিমাণ ১০ কোটি ৮৬ লাখ ৮১ হাজার ৬৬৯ টাকা।
সার্বিক তদন্তে আবদুর রহমান বদি তাঁর জ্ঞাত আয়বহির্ভূত ১০ কোটি ৮৬ লাখ ৮১ হাজার ৬৬৯ টাকা মূল্যমানের সম্পদ গোপন করে মিথ্যা তথ্য দিয়েছেন।
এ ছাড়া অবৈধভাবে অর্জিত সম্পদের বৈধতা দেখানোর জন্য দাখিলকৃত সম্পদ বিবরণীতে কম মূল্যের সম্পদ ক্রয় দেখিয়ে এক কোটি ৯৮ লাখ তিন হাজার ৩৭৫ টাকা বেশি মূল্যে বিক্রি দেখিয়েছেন।
এ ছাড়া ২০০৮ ও ২০১৩ সালে নির্বাচন কমিশনে দাখিল করা সম্পদ বিবরণী পর্যালোচনায় দেখা গেছে তাঁর সম্পদের পরিমাণ ৩৫১ গুণ বৃদ্ধি পেয়েছে।
২০১৪ সালের ২১ আগস্ট রাজধানীর রমনা থানায় দুদকের উপপরিচালক মোহাম্মদ আবদুস সোবহান এমপি বদির বিরুদ্ধে মামলাটি করেন।
প্রসঙ্গত, মামলায় বদি ২০১৪ সালের ১২ অক্টোবর ঢাকা সিএমএম আদালতে আত্মসমর্পণ করে জামিন চাইলে তা নাকচ করে তাঁকে কারাগারে পাঠানো হয়। পরবর্তীতে হাইকোর্ট থেকে জামিন পান তিনি।