
নিউজ ডেস্ক: মাগুরায় অপহৃত ব্যবসায়ী আশুতোষ বিশ্বাসকে আজ বুধবার রাজবাড়ী জেলার কোমরপুর এলাকার একটি মাধ্যমিক বিদ্যালয় থেকে উদ্ধার করা হয়েছে। গুরুতর অসুস্থ অবস্থায় তাঁকে মাগুরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আশুতোষ শহরের নতুন বাজার এলাকার স্টেশনারি সামগ্রীর একজন পরিবেশক। উদ্ধার হওয়া ব্যবসায়ী আশুতোষ বিশ্বাস জানান, মঙ্গলবার দুপুরে ছয় লাখ ১০ হাজার টাকা মাগুরা শহরের এম আর রোডে ব্র্যাক ব্যাংকের জমা দিতে ভায়না মোড় থেকে একটি ইজিবাইকে ওঠেন তিনি।
এ সময় সেখানে দুই যাত্রী তাঁকে চেপে ধরে চেতনানাশক দিয়ে অজ্ঞান করে রাজবাড়ীর কোমরপুর এলাকায় নিয়ে গভীর রাতে স্থানীয় একটি মাধ্যমিক বিদ্যালয় মাঠে ফেলে পালিয়ে যায়। আজ বুধবার সকালে ওই বিদ্যালয়ের শিক্ষার্থীরা তাঁকে দেখতে পায়। খবর পেয়ে স্কুলের শিক্ষকরা এসে তাঁকে উদ্ধার করে স্থানীয়ভাবে চিকিৎসা করে কিছুটা সুস্থ করেন।
পরে মোবাইল ফোনে আশুতোষের বাড়িতে খবর দিলে পরিবারের সদস্যরা সেখান থেকে তাঁকে মাগুরা সদর হাসপাতেলে ভর্তি করেন। দুর্বৃত্তরা তাঁর কাছে থাকা সব টাকাই নিয়ে গেছে বলে জানান তাঁরা।
সদর হাসপাতালের চিকিৎসক রকিবুল ইসলাম জানান, তাঁর শরীরের দুটি স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। তাকে চিকিৎসা দেওয়া হচ্ছে।
বর্তমানে তিনি শঙ্কামুক্ত। মাগুরা সদর থানার এসআই তারিকুল ইসলাম বলেন, "মঙ্গলবার রাতে অপহৃত আশুতোষের স্ত্রী দিতি বিশ্বাস সদর থানায় সাধারণ ডায়েরি করেন।
আজ বুধবার সকালে অপহৃতের পরিবারের সদস্যদের মাধ্যমে জানতে পারি তাঁকে রাজবাড়ীর কোমরপুর থেকে উদ্ধার করে মাগুরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। বিষয়টির তদন্ত চলছে।"