News71.com
 Bangladesh
 29 Jun 16, 05:08 PM
 445           
 0
 29 Jun 16, 05:08 PM

রংপুর সিটি মেয়রকে প্রতিমন্ত্রীর মর্যাদা।।

রংপুর সিটি মেয়রকে প্রতিমন্ত্রীর মর্যাদা।।

নিউজ ডেস্কঃ রংপুর সিটি কর্পোরেশনের (রসিক) মেয়র সরফুদ্দীন আহম্মেদ ঝন্টুকে প্রতিমন্ত্রীর পদমর্যাদা দিয়েছে সরকার। আজ বুধবার (২৯ জুন) মন্ত্রিপরিষদ বিভাগ এ সংক্রান্ত আদেশ জারি করেছে। আদেশে বলা হয়, স্বপদে অধিষ্ঠিত থাকাকালীন রংপুর সিটি করপোরেশনের মেয়র সরফুদ্দীন আহম্মেদ প্রতিমন্ত্রীর পদমর্যাদা, বেতন-বাতা ও আনুষঙ্গিক অন্যান্য সুযোগ-সুবিধা ভোগ করবেন।

এর পূর্বে, গত ২১ জুন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আনিসুল হক এবং দক্ষিণ সিটির করপোরেশনের (ডিএসসিসি) মেয়র মোহাম্মদ সাঈদ খোকনকে মন্ত্রীর পদমর্যাদা এবং নারায়ণগঞ্জ সিটি করপোরেশন মেয়র সেলিনা হায়াৎ আইভীকে উপ-মন্ত্রীর মর্যাদা দেওয়া হয়।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন