News71.com
 Bangladesh
 29 Jun 16, 02:31 PM
 475           
 0
 29 Jun 16, 02:31 PM

একজনের আঙ্গুলের ছাপে অন্যের নামে সিম রেজিস্ট্রেশন: এয়ারটেলের সন্দেহজনক ১ লাখ সিমসহ আটক ২২

একজনের আঙ্গুলের ছাপে অন্যের নামে সিম রেজিস্ট্রেশন: এয়ারটেলের সন্দেহজনক ১ লাখ সিমসহ আটক ২২

নিউজ ডেস্ক: একজনের আঙ্গুলের ছাপ নিয়ে অন্যের নামে সিম রেজিস্ট্রেশন করে বিক্রির অভিযোগে এয়ারটেলের প্রায় ১ লাখ সিম জব্দ করেছে পুলিশ। এ ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে ২২ জনকে আটক করেছে পুলিশ।

আটকৃতদের মধ্যে এয়ারটেলের কয়েকজন কর্মকর্তাও রয়েছে বলে জানা গেছে। মঙ্গলবার রাতে রাজধানীর তেজগাঁও এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

পুলিশের তেজগাঁও বিভাগের উপ-কমিশনার বিপ্লব কুমার সরকার বলেন, বিটিআরসি ও সংশ্লিষ্ট মোবাইল ফোন অপারেটরের অভিযোগের ভিত্তিতে তাদের গ্রেপ্তার করা হয়েছে।

সূত্র জানায়, গ্রেপ্তারকৃত ব্যক্তিরা বায়োমেট্রিক পদ্ধতিতে মোবাইল ফোনের সিমকার্ড রেজিষ্ট্রেশনের সময় কয়েক ব্যক্তির আঙ্গুলের ছাপ নিয়ে তাদের নামে অন্য মোবাইল ফোনের নম্বর রেজিষ্ট্রেশন করে।

এমন অভিযোগ এয়ারটেল অপারেটরে পড়ার পর তারা বিটিআরসির দারস্থ হয়। বিটিআরসি ঐসব তথ্য পুলিশকে দেয়। গতকাল রাতে কাওরানবাজার, ফার্মগেট, তেজতুরিবাজার, তেজকুনি পাড়া ও ইন্দিরারোড এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন