
নিউজ ডেস্ক: নারায়ণগঞ্জের হাজীগঞ্জে শীতলক্ষ্যা পরিবহনের একটি বাসচাপায় মেহের মিয়া (২০) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার রাতে হাজীগঞ্জস্থ বন্দর খেয়াঘাট এলাকায় রাস্তা পারাপারের সময় বাসটি মেহেরকে চাপা দিলে তিনি গুরুতর আহত হন।
পরে তাকে শহরের খানপুর হাসপাতালে নিয়ে যাওয়ার পর কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহতের বাড়ি বন্দর এলাকায় ছাড়া আর কোনো পরিচয় জানা যায়নি।
নারায়ণগঞ্জ সদর মডেল থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) ফারুক জানান, সড়ক দুর্ঘটনার খবর পেয়ে গেলেও নিহতের স্বজন কিংবা ঘাতক গাড়িটি কাউকে পাওয়া যায়নি।