News71.com
 Bangladesh
 29 Jun 16, 02:08 PM
 453           
 0
 29 Jun 16, 02:08 PM

দীর্ঘ সাড়ে ছয় ঘণ্টা চেষ্টার পর মধ্যবাড্ডার প্রিমিয়াম প্লাজার আগুন নিয়ন্ত্রণে ।। ধীরে ধীরে যান চলাচল স্বাভাবিক হচ্ছে

দীর্ঘ সাড়ে ছয় ঘণ্টা চেষ্টার পর মধ্যবাড্ডার প্রিমিয়াম প্লাজার আগুন নিয়ন্ত্রণে ।। ধীরে ধীরে যান চলাচল স্বাভাবিক হচ্ছে

নিউজ ডেস্ক: দীর্ঘ সাড়ে ছয় ঘণ্টা চেষ্টার পর মধ্যবাড্ডার প্রিমিয়াম প্লাজার আগুন নিয়ন্ত্রণে এসেছে। আজ বুধবার সকাল সাড়ে ৯টার দিকে এ তথ্য জানিয়েছেন মহানগর ফায়ার সার্ভিসের উপ-পরিচালক মোজাম্মেল হক।

তিনি বলেন, আগুন লাগার সঙ্গে-সঙ্গে ভবনের লোকজন ছাদের ওপরে চলে যান। পরে ফায়ার সার্ভিস কর্মীরা তাদের ছাদ থেকে নিচে নামিয়ে আনেন। এর আগে মঙ্গলবার রাত ৩টার দিকে ভবনটির একটি শো রুম থেকে আগুনের সূত্রপাত হয়।

পরে আগুনের খবর পেয়ে ফায়ার সার্ভিসের ২৪টি ইউনিট ঘটনাস্থলে যায়। আর আগুন নিয়ন্ত্রণে কাজ করে ২৪টি ইউনিট। তবে এই মুহূর্তে আগুনে ক্ষয়ক্ষতির পরিমাণ বলা যাচ্ছে না বলেও জানান মোজাম্মেল হক।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন