
নিউজ ডেস্ক: নীলফামারীর সৈয়দপুরে ২০ কেজি গাঁজাসহ আতিকুল ইসলাম (৫২) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গতকাল মঙ্গলবার গভীর রাতে উপজেলার বাঙ্গালীপুর ইউনিয়নের ডাঙ্গাপাড়া এলাকায় অভিযান চালিয়ে এসব গাঁজাসহ তাকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, উপজেলার বাঙ্গালীপুর ইউনিয়নের ডাঙ্গাপাড়ার আতিকুল ইসলামের বাড়িতে বিপুল পরিমাণ গাঁজা মজুদ করা হয়েছে- এমন সংবাদের ভিত্তিতে গতকাল মঙ্গলবার গভীর রাতে সেখানে অভিযান চালানো হয়।
এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে বাড়ি মালিক মাদক ব্যবসায়ী আতিকুল ইসলাম পালিয়ে যাওয়ার চেষ্টা করলে একপর্যায়ে পুলিশের হাতে ধরে পড়েন তিনি।
পরে তার বাড়িতে তল্লাশি চালিয়ে শোবার ঘরে একটি প্লাস্টিকের বস্তায় রাখা ২০ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, আতিকুল ক্ষুদ্র ব্যবসার আড়ালে দীর্ঘদিন ধরে গাঁজার ব্যবসা পরিচালনা করে আসছিলেন। এ ঘটনায় থানায় একটি মামলা হয়েছে। সৈয়দপুর থানার ওসি মো. আমিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।