News71.com
 Bangladesh
 29 Jun 16, 01:51 PM
 416           
 0
 29 Jun 16, 01:51 PM

গাজীপুরের পুবাইলে ডাকাতির অভিযোগে পিটুনিতে একজনের মৃত্যু এবং আহত দুই

গাজীপুরের পুবাইলে ডাকাতির অভিযোগে পিটুনিতে একজনের মৃত্যু এবং আহত দুই

নিউজ ডেস্ক: গাজীপুরের পুবাইলে ডাকাতি চেষ্টার অভিযোগে পিটুনিতে একজনের মৃত্যু হয়েছে; আহত হয়েছে আরও দুইজন।

মঙ্গলবার রাতে গ্রিন ভিলেজ নামে একটি অ্যালুমিনিয়াম কারখানায় এ ঘটনা ঘটে বলে জানান জয়দেবপুর থানার এসআই মো. মোবারক হোসেন। হতাহত কারও নাম-পরিচয় জানাতে পারেনি পুলিশ।

এসআই মোবারক বলেন, ২০ থেকে ২৫ জনের একদল ডাকাত গেয়েন্দা পুলিশ পরিচয়ে গ্রিন ভিলেজে ডাকাতির চেষ্টা চালায়।

কারখানার লোকজন ও নিরাপত্তাকর্মীরা ডাকাতদের ধাওয়া করে তিনজনকে পিটুনি দেয়। এতে ঘটনাস্থলেই একজনের মৃত্যুসহ দুইজন গুরুতর আহত হয়। অন্যরা পালিয়ে যায়।

আহতদের শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলে এসআই জানান। লাশও একই হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন