
নিউজ ডেস্কঃ কলেজ শিক্ষার মানোন্নয়নে ১ হাজার ৪০ কোটি টাকার একটি প্রকল্প অনুমোদন করেছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক)। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে গতকাল রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় এ অনুমোদন দেওয়া হয় ।
কলেজ এডুকেশন ডেভেলপমেন্ট’ নামের প্রকল্পটিতে ৮০০ কোটি টাকা ঋণ দেবে বিশ্বব্যাংক। বাকি টাকা সরকার জোগাবে। ১০০টি উপজেলায় একটি করে কারিগরি স্কুল ও কলেজ নির্মাণ করা হবে এ প্রকল্পের আওতায়। উন্নত জাতের গাভি পালনের মাধ্যমে সুবিধাবঞ্চিত নারীদের জীবনমান উন্নয়নের জন্য একটি প্রকল্পও অনুমোদন করা হয় ।
গতকালের সভায় মোট ৮টি প্রকল্প অনুমোদন করা হয়। এ প্রকল্প ব্যয় হবে মোট ৪ হাজার ৬০৬ কোটি টাকা। সরকারের নিজস্ব তহবিল থেকে ৩ হাজার ৮০৬ কোটি এবং বৈদেশিক সহায়তা থেকে ৮০০ কোটি টাকা ব্যয় করা হবে। সভা শেষে পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল জানান, মানবসম্পদ উন্নয়নের জন্য সরকার কারিগরি শিক্ষায় সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে। গত ৭ বছরে কারিগরি শিক্ষার হার ১১ শতাংশে উন্নীত হয়েছে। ৭ বছর আগে দেশে কারিগরি শিক্ষার হার ছিল মাত্র ১ শতাংশ ।
পরিকল্পনামন্ত্রী বলেন, ব্রেক্সিট পরিস্থিতি নিয়ে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। যুক্তরাজ্যের বিষয়ে ইউরোপীয় ইউনিয়নের সিদ্ধান্ত আমলে নিয়ে কাজ করার পরামর্শ দিয়েছেন তিনি। প্রধানমন্ত্রী বলেছেন, শিল্প-কারখানা ও ব্যবসাপ্রতিষ্ঠানের মালিকরা জায়গা দিলে সরকার শিশুদের জন্য ডে-কেয়ার সেন্টার করে দেবে ।
মন্ত্রী জানান, এখন থেকে মহাসড়ক তৈরি করতে হলে ৪ লেনের পরিকল্পনায় করতে হবে। ৫০ বছর পরের কথা চিন্তা করে পরিকল্পনা করতে হবে। তিনি জানান, কলেজ শিক্ষা উন্নয়ন প্রকল্পের মূল উদ্দেশ্য কলেজ শিক্ষা খাতে সংস্কার ও কৌশল নির্ধারণ, কলেজ ব্যবস্থাপনায় সক্ষমতা বাড়ানো, বেসরকারি কলেজে শিক্ষক নিয়োগের পদ্ধতি উন্নত করা হবে, সরকারি-বেসরকারি কলেজে অনার্স ও মাস্টার্স কোর্সবিষয়ক প্রশিক্ষণ ও শিক্ষা পদ্ধতি উন্নত করা প্রভৃতি। যন্ত্রপাতি ও অন্যান্য সরঞ্জাম সরবরাহ এবং সে সবের বিষয়ে প্রশিক্ষণও দেওয়া হবে ।
অন্য প্রকল্পগুলোর মধ্যে রয়েছে ৪৭৫ কোটি টাকা ব্যয়ে ফরিদপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতাল স্থাপন প্রকল্প (১ম সংশোধিত), ৬০ কোটি টাকা ব্যয়ে বিভিন্ন জেলায় ২০টি শিশু দিবাযত্ন কেন্দ্র (ডে-কেয়ার সেন্টার) স্থাপন প্রকল্প, ২৭০ কোটি টাকা ব্যয়ে পাঁচদোনা-ডাঙ্গা-ঘোড়াশাল সড়ক উন্নয়ন প্রকল্প (পাঁচদোনা-ডাঙ্গা-ইসলামপুর খেয়াঘাট অংশ), ২৫৭ কোটি টাকা ব্যয়ে কুড়িগ্রাম জেলার চিলমারী ও উলিপুর উপজেলাধীন বৈরাগীরহাট ও চিলমারী বন্দর ব্রহ্মপুত্র নদের ডান তীরের ভাঙন থেকে রক্ষা (২য় পর্যায়) প্রকল্প এবং ৭২ কোটি টাকা ব্যয়ে হাতেকলমে কারিগরি প্রশিক্ষণে মহিলাদের গুরুত্ব দিয়ে বিটাকের কার্যক্রম সম্প্রসারণপূর্বক আত্মকর্মসংস্থান ও দারিদ্র্য বিমোচন প্রকল্প (৩য় সংশোধিত) ।