
নিউজ ডেস্ক: উত্তর বাড্ডায় একটি বহুতল আবাসিক ও বাণিজ্যিক ভবনে আগুন লাগার ঘটনায় বাড্ডা কুড়িল প্রগতি সড়কে যানচলাচল বন্ধ আছে।
এ সড়কের রামপুরা থেকে উত্তর বাড্ডা এবং কড়িল থেকে নতুনবাজার পর্যন্ত আলাদাভাবে গাড়ি চলছে। যাতায়াতকারীরা হেঁটে রাস্তা পার হচ্ছেন। মঙ্গলবার রাত আড়াইটায় বিটিআই প্রিমিয়াম টাওয়ারে আগুন লাগার ঘটনা ঘটে। টানা ছয় ঘণ্টা ধরে ফায়ারসাভিসের ২৪ টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।
যে ভবনে আগুন লেগেছে তার চারতলা পর্যন্ত মার্কেট। বেসমেন্টসহ ১৫ তলার এই ভবনে বাকিটা আবাসিক ফ্ল্যাট। ১৪তলা ভবনের হোম ডেকোর নামে একটি শোরুম থেকে আগুনের সূত্রপাত।
এতে হতাহতের খবর পাওয়া না গেলেও ব্যাপক ক্ষয়-কক্ষতির আশঙ্কা করা হচ্ছে। আগুনের পরপরই উপরের ফ্লাটের মানুষগুলো ছাদে চলে যান।
তাদের পাশের একটি ভবনের ছাদ থেকে নামিয়ে আনা হয়েছে বলে জানিয়েছেন উদ্ধারকারী ফায়ার সার্ভিসের সদস্যরা। ভবনটির আশপাশের বাসিন্দারাও নিচে নেমে এসেছে। ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা মাহমুদুল হাসান জানিয়েছেন রাত তিনটার দিকে খবর পেয়ে ফায়ার সার্ভিসের ২৪টি ইউনিট ঘটনাস্থলে ছুটে যায় এবং আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে।
ভোর ৭টা নাগাদ আগুন নিয়ন্ত্রণে আসলেও আগুন পুরোপুরি নেভাতে এখনো কাজ করে যাচ্ছে ফায়ার সার্ভিস। এদিকে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স অধিদপ্তরের ওসি এনায়েত হোসেন জানান, ভবনের নির্মাণগত ত্রুটির কারণে আগুন নিয়ন্ত্রণে সময় লাগছে।
ভবনের বাসিন্দাদের নিরাপদে সরিয়ে আনা হয়েছে। আগুনের এই ঘটনায় কেউ হতাহত হয়নি। ভবনটির প্রথম চার তলায় আসবাবপত্রের দোকান ছিল। সেখানে ব্যাপক ক্ষতি হয়েছে।