
নিউজ ডেস্ক: বগুড়ার গাবতলীতে শিশুদের ঝগড়া নিয়ে সৃষ্ট বিরোধের জের ধরে সুড়কির আঘাতে দেলোয়ার হোসেন (২৮) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। মঙ্গলবার বিকেল সাড়ে ৩টার দিকে খুনের ঘটনা ঘটে।
নিহত দেলোয়ার হোসেন উপজেলার নারুয়ামালা ইউনিয়নের চক কাতুলী গ্রামের আব্দুল মিয়ার ছেলে। তিনি পেশায় মাইক্রোবাস চালক। এ ঘটনায় পুলিশ আলম ও তার স্ত্রীসহ তিনজনকে আটক করেছে।
স্থানীয়রা জানায়, একই গ্রামের আলম ও আব্দুল মিয়ার ছোট দুই ছেলের মধ্যে তুচ্ছ ঘটনা নিয়ে ঝগড়া হয়। এর জের ধরে উভয় পক্ষের লোকজন বিরোধে জড়িয়ে পড়ে।
এ সময় আলমের লোকজন আব্দুল মিয়াকে মারপিট শুরু করে। এ দৃশ্য দেখে ছেলে দেলোয়ার বাবাকে উদ্ধার করতে গেলে প্রতিপক্ষের লোকজন সুরকি দিয়ে তার বুকে আঘাত করে।
এরপরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে গাবতলী উপজেলা হাসপাতালে এবং পরে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এদিকে দেলোয়ার হোসেনের মৃত্যুর খবরে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। সংবাদ পেয়ে গাবতলী থানা পুলিশ আলম, তার স্ত্রী লতা বেগম ও টুকুর স্ত্রী জায়দা বেগমকে আটক করেছে।
এ ব্যাপারে গাবতলী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিদ মাহমুদ খান জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ঘটনার সাথে জড়িত অন্যদের ধরতে অভিযান চলছে।