
নিউজ ডেস্ক: বরগুনার আমতলী উপজেলায় একটি যাত্রীবাহী বাসের চাপায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। বরগুনার আমতলী উপজেলায় একটি যাত্রীবাহী বাসের চাপায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
মঙ্গলবার সকালে উপজেলার আমতলী-পটুয়াখালী সড়কের মহিষকাটা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায়, নিহত আনোয়ার হোসেন (২৬) বরিশালের মুলাদি উপজেলার মমিন উদ্দিন মল্লিকের ছেলে।
আনোয়ার ‘ঘড়ি ডিটারজেন্ট পাউডার’ এর বরগুনা, পটুয়াখালী ও পিরোজপুরের ব্যবস্থাপক হিসেবে কর্মরত ছিলেন।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, আজ সকালে গোল্ডেন লাইন পরিবহনের যাত্রীবাহী একটি বাস (ঢাকা মেট্ট্রো-গ-১৪-৪৬৯৪) কুয়াকাটা থেকে ঢাকা যাওয়ার পথে মহিষকাটা এলাকায় আনোয়ার হোসেনের মোটরসাইকেলটিকে চাপা দেয়।
এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ ব্যাপারে আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পুলক চন্দ্র রায় জানান, খবর পেয়ে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। বাসটিকে আটক করা হয়েছে। তবে চালক পালিয়ে গেছে
পুলিশ জানায়, নিহত আনোয়ার হোসেন (২৬) বরিশালের মুলাদি উপজেলার মমিন উদ্দিন মল্লিকের ছেলে। আনোয়ার ‘ঘড়ি ডিটারজেন্ট পাউডার’ এর বরগুনা, পটুয়াখালী ও পিরোজপুরের ব্যবস্থাপক হিসেবে কর্মরত ছিলেন।
এ ব্যাপারে আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পুলক চন্দ্র রায় জানান, খবর পেয়ে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। বাসটিকে আটক করা হয়েছে। তবে চালক পালিয়ে গেছে।