News71.com
 Bangladesh
 29 Jun 16, 02:32 AM
 388           
 0
 29 Jun 16, 02:32 AM

সিদ্ধিরগঞ্জে গ্যাস সংযোগ নিয়ে পুলিশ-এলাকাবাসী সংঘর্ষ ৬ পুলিশসহ আহত ২০

সিদ্ধিরগঞ্জে গ্যাস সংযোগ নিয়ে পুলিশ-এলাকাবাসী সংঘর্ষ ৬ পুলিশসহ আহত ২০

 

নিউজ ডেস্কঃ নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে আবাসিক লাইন থেকে বাণিজ্যিক গ্যাস সংযোগ বিচ্ছিন্নের দাবি তুলে বিক্ষোভের সময় পুলিশের সঙ্গে এলাকাবাসীর সংঘর্ষে অন্তত ২০ জন আহত হয়েছে। আহতদের স্থানীয় বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। আজ সিদ্ধিরগঞ্জের জালকুড়ি উত্তরপাড়া এলাকায় এ ঘটনা ঘটে বলে জানান অতিরিক্ত পুলিশ সুপার মো. জাকারিয়া ।

এ ব্যাপারে জানতে চাইলে অতিরিক্ত পুলিশ সুপার জাকারিয়া জানান, স্থানীয় একটি ডাইং কারখানার জন্য আবাসিক কাজে ব্যবহৃত লাইন থেকেই সংযোগ দেওয়ায় সংকট দেখা দিচ্ছে অভিযোগ তুলে স্থানীয়রা কারখানাটি ঘেরাও ও ৬টি যান ভাঙচুর করে। খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করলে এলাকাবাসীর সঙ্গে সংঘর্ষ বেধে যায়। এ সময় ধাওয়া-পাল্টাধাওয়ায় ৬ পুলিশসহ অন্তত ২০ জন আহত হয়েছে। পরে পুলিশ লাঠিপেটা ও ফাঁকা গুলি ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন