News71.com
 Bangladesh
 29 Jun 16, 02:31 AM
 377           
 0
 29 Jun 16, 02:31 AM

মটরসাইকেলের বৈধ কাগজ থাকলে ইফতার প্যাকেট, না থাকলে মামলা ।।

মটরসাইকেলের বৈধ কাগজ থাকলে ইফতার প্যাকেট, না থাকলে মামলা ।।

 

নিউজ ডেস্কঃ লাইসেন্সবিহীন মটরসাইকেল আটকাতে অভিনব পদ্ধতি অবলম্বন করছে র্যা ব। মটরসাইকেলের বৈধ কাগজপত্র থাকলে ইফতার প্যাকেট আর না থাকলেই দেওয়া হচ্ছে মামলা। আজ ইফতারের আগ মুহূর্তে নাটোর শহরের শংকর গোবিন্দ চৌধুরী স্টেডিয়ামের সামনে এমন পদ্ধতি অবলম্বন করে র্যা ব-৫। র্যা বের এমন অভিনব অভিযানকে সাধুবাদ জানিয়েছে সাধারণ মানুষ ।

র্যা ব-৫ সূত্রে জানা যায়, অবৈধ মটরসাইকেলের বিরুদ্ধে অভিযানের অংশ হিসেবে বিকেল সাড়ে ৫টার দিকে শহরের শংকর গোবিন্দ চৌধুরী স্টেডিয়ামের সামনে অভিযান চালায় র্যা ব। এসময় যেসব মোটরসাইকেল মালিকের বৈধ কাগজ রয়েছে তাদের এক প্যাকেট করে ইফতার দেওয়া হয় ।

অন্যদিকে যাদের বৈধ কাগজ নেই তাদের বিরুদ্ধে মামলা দেওয়া হয়। অভিযানে নেতৃত্ব দেন র্যা ব-৫ বাগমারা ক্যাম্পের কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মিজানুর রহমান, ডিএডি মোজাহার আলী। র্যা ব-৫ এর কমান্ডার মিজানুর রহমান জানান, অবৈধ মটরসাইকেল মালিকদের রেজিস্ট্রেশনে উদ্বুদ্ধ করতে এই ধরনের পদ্ধতি অবলম্বন করা হয়েছে ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন