
নিউজ ডেস্কঃ অর্থ আত্মসাতের একটি ঘটনার অনুসন্ধানে হলমার্ক ফ্যাশন লিমিটেডসহ ১০ প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালককে (এমডি) জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক) ।
আজ দুদক সংশ্লিষ্টদের কাছে পৃথকভাবে তলবের নোটিশ পাঠিয়েছে বলে কমিশনের উপ-পরিচালক ও জনসংযোগ কর্মকর্তা প্রণব কুমার ভট্টাচার্য্য জানিয়েছেন। দুদক থেকে জানা যায়, মূলত অগ্রণী ব্যাংক লিমেটেডের ডিএমডি মিজানুর রহমান খানসহ ৪ কর্মকর্তার বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার করে ১৫৬ কোটি টাকা আত্মসাতের অভিযোগ অনুসন্ধানে তাদের তলব করা হয়েছে ।
দুদকের উপ-পরিচালক বেনজীর আহম্মদ স্বাক্ষরিত নোটিশে তলব করাদের ঈদের পর আগামী ১১ই জুলাই কমিশনের প্রধান কার্যালয়ে হাজির থাকতে বলা হয়েছে। কমিশন জানায়, হলমার্ক ফ্যাশন লিমিটেড, ইউএসএ ট্রেড ফ্যাশন লিমিটেড, ডন অ্যাপারেলস লিমিটেড, বিটিএল (বেস্ট ট্রেড লিঙ্ক), মাহিন টেক্সটাইলস লিমিটেড, পিনাকল টেক্সটাইল (প্রাইভেট) লিমিটেড, নকশী নিট কম্পজিট লিমিটেড, প্যারাগন নিট কম্পজিট লিমিটেড, ইসলাম ফ্যাশন লিমিটেড ও ফারহান ফ্যাশন লিমিটেডের এমডিদের তলব করা হয়েছে ।