
নিউজ ডেস্ক: আশুলিয়ায় প্রকাশ্যে দিনে দুপুরে ছানোয়ার হোসেন (৩৯) নামে ডাচ-বাংলা মোবাইল ব্যাংকের এক সেলস ম্যানেজারকে গুলি করে নগদ টাকা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেছে দুর্বৃত্তরা।
মঙ্গলবার দুপুরে আশুলিয়া ইউনিয়নের চারাবাগ এলাকার রাজু মার্কেটের সামনে এ ঘটনা ঘটে। তবে স্থানীয়রা বিষয়টি বুঝতে পেরে ছিনতাইকারীদের ধাওয়া করলে টাকা না নিয়েই পালিয়ে যায় তারা।
গুলিবিদ্ধ ছানোয়ার হোসেন জানান, আজ সকাল থেকেই বিভিন্ন এলাকায় ঘুরে ডাচ-বাংলা মোবাইল ব্যাংকের এজেন্টদের কাছ থেকে টাকা সংগ্রহ করি।
এক পর্যায়ে দুপুরে আনোয়ার জং সড়কের চারাবাগ এলাকায় রাজু মার্কেটের নিউ সিটি ফার্মেসি থেকে টাকা নিয়ে মোটরসাইকেলে ব্যাংকে জমা দেওয়ার জন্য রওনা হই।
এ সময় আগে থেকে ওত পেতে থাকা পাঁচজন সন্ত্রাসী তার ডান পায়ে গুলি করে টাকার ব্যাগটি ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। কিন্তু স্থানীয়রা বিষয়টি বুঝতে পেরে সন্ত্রাসীদের ধাওয়া দিলে টাকা না নিয়ে কয়েক রাউন্ড ফাঁকা গুলি ছুড়ে আতঙ্ক সৃষ্টি করে পালিয়ে যায় সন্ত্রাসীরা।
স্থানীয়রা জানায়, এ সময় ব্যবসায়ী ছানোয়ার হোসেনকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে চিকিৎসার জন্য সাভারের এনাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। খবর পেয়ে আশুলিয়া থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করলেও ঘটনার সাথে জড়িত কাউকে আটক করতে পারেনি।
এ প্রসঙ্গে জানতে চাইলে মেসার্স নবী এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী মো. নবী হোসেন জানান, সানোয়ার হোসেন আমার প্রতিষ্ঠানে চাকরি করে। ছিনতাই চেষ্টার সময় তার কাছে ৭-৮ লাখ টাকা ছিল। তবে স্থানীয়দের তৎপরতার কারণে টাকাগুলো নিতে ব্যর্থ হয় সন্ত্রাসীরা।
এ ব্যাপারে আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহসিনুল কাদির জানান, গুলি করে ছিনতাই চেষ্টার ঘটনায় সন্ত্রাসীদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। এ ঘটনায় আশুলিয়া থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।