
নিউজ ডেস্ক: প্রচণ্ড স্রোতের মুখে ট্রলার নিয়ে পদ্মা নদীতে জাল ফেলে মাছ শিকার করছিলেন আলমগীর কাজী ও রয়েন ফকির নামে স্থানীয় দুই জেলে। পরে স্রোতের তোড়ে নিয়ন্ত্রণ হারিয়ে তাদের ট্রলারটি এক ফেরির সঙ্গে ধাক্কা লাগে।
এতে সঙ্গে সঙ্গে ওই ট্রলারটি উল্টে নদীতে ডুবে ফেরির নীচে তলিয়ে যায়। এদিকে ট্রলারে থাকা ওই দুই জেলে ফেরিটির তলদেশ থেকে দ্রুত বেরিয়ে আসেন। পরে নদীর স্রোতে পাঁচ কিলোমিটার ভাটিপথ ভেসে তারা প্রাণে রক্ষা পান।
মঙ্গলবার রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ফেরিঘাট এলাকায় এ ঘটনাটি ঘটে। প্রত্যক্ষদর্শী ও ঘাটসংশ্লিষ্ট একাধিক সূত্রের সঙ্গে কথা বলে জানা গেছে, গোয়ালন্দের দৌলতদিয়া ইউনিয়নের বাহিরচর গ্রামের দুই জেলে আলমগীর কাজী ও রয়েন ফকির।
প্রতিদিনের মতো আজ মঙ্গলবার ভোর থেকে তারা দুজন মিলে একটি ট্রলার নিয়ে পদ্মা নদীর দৌলতদিয়া ফেরিঘাটের উজান এলাকায় নদীতে জাল ফেলে মাছ শিকার করছিলেন।
বেলা সোয়া ১১টার দিকে তাদের ট্রলারটি প্রচণ্ড স্রোতের কবলে পড়ে হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। পরে ট্রলারটি স্রোতের তোড়ে দ্রুতবেগে ভেসে গিয়ে দৌলতদিয়া ৩ নম্বর ফেরিঘাট পন্টুনে ভিড়ে থাকা কপোতী নামের একটি কে-টাইপ ফেরির সঙ্গে সজোরে ধাক্কা খায়।
এতে ট্রলারটি সঙ্গে সঙ্গে উল্টে নদীতে ডুবে ওই ফেরির নীচে তলিয়ে যায়। এদিকে ওই ট্রলারে থাকা দুই জেলে আলমগীর কাজী ও রয়েন ফকির ফেরির তলদেশ থেকে দ্রুত বেরিয়ে এসে তারা ফের তীব্র স্রোতের কবলে পড়েন।
পরে পদ্মার স্রোতে দীর্ঘ সময় ভেসে থাকার পর দুপুরের দিকে দৌলতদিয়া ফেরিঘাটের পাঁচ কিলোমিটার ভাটিতে উপজেলার কর্ণেশোনা নামক এক চরে গিয়ে পৌঁছে। এতে ওই দুই জেলে প্রাণে রক্ষা পান।
মঙ্গলবার বিকেল সাড়ে ৫টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত পদ্মায় ডুবে যাওয়া ওই ট্রলারটি উদ্ধার করা সম্ভব হয়নি। এ ব্যাপারে ভুক্তভোগী জেলে রয়েন ফকির কালের কণ্ঠকে বলেন, ‘স্রোতের কবলে পড়ে হঠাৎ ট্রলারডুবির এ ঘটনাটি ঘটেছে। তবে আল্লার অশেষ মেহেরবাণী থাকায় আমরা দুজন অল্পতে প্রাণে রক্ষা পেয়েছি।’