News71.com
 Bangladesh
 28 Jun 16, 09:59 PM
 453           
 0
 28 Jun 16, 09:59 PM

লালমনিরহাট সীমান্তে গরু পারাপার এর সময় এক বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে ভারতীয় বিএসএফ ।।

লালমনিরহাট সীমান্তে গরু পারাপার এর সময় এক বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে ভারতীয় বিএসএফ ।।

নিউজ ডেস্কঃ লালমনিরহাটের পাটগ্রাম সীমান্ত থেকে আজ ভোরে এক বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী- বিএসএফ।

এলাকাবাসী ও আটক বাংলাদেশির পরিবার সূত্রে জানা গেছে, উপজেলার বুড়িমারি ইউনিয়নের বামনদল সীমান্তের ৮৩৫ নম্বর মেইন পিলারের ৫ নম্বর সাব পিলারের নিকট দিয়ে গরু পারাপার করছিল বুড়িমারি এলাকার ইরফান আলীর ছেলে ওমর আলী। এ সময় ভারতের কুচবিহার ১০৪ বিএসএফ ব্যাটালিয়নের বিএসবাড়ি ক্যাম্পের টহল দলের সদস্যরা তাকে সেখান থেকে ধরে নিয়ে যায় ।

এ ব্যাপারে বুড়িমারি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আছিরুদ্দিন তার ইউনিয়নের এক যুবককে ধরে নিয়ে যাওয়ার সত্যতা নিশ্চিত করে জানান, গরু পারাপার করার সময় বিএসএফ সদস্যরা তাকে ধরে নিয়ে গেছে। লালমনিরহাট ১৫ রাইফেলস ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল বজলুর রহমান হায়াতি জানান, এখন পর্যন্ত তার কাছে কোন তথ্য নেই ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন