
নিউজ ডেস্কঃ ফেইসবুকে প্রধানমন্ত্রীকে নিয়ে ব্যঙ্গচিত্র প্রকাশ করা অভিযোগে কুষ্টিয়ার দৌলতপুরে ২ যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। এরা হলেন- উপজেলার ফিলিপনগর ইউনিয়নের গোলাবাড়ির মামুনুর রহমান ও মাসুদ ।
দৌলতপুর থানার ওসি শহিদুল ইসলাম শাহীন জানান, আজ বিকালে আদালতের মাধ্যমে তাদের জেলহাজতে পাঠানো হয়েছে। তিনি জানান, কয়েকদিন আগে ওই ২ যুবক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, জনপ্রশাসন মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম ও আওয়ামিলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফকে নিয়ে ফেইসবুকে ব্যঙ্গচিত্র প্রকাশ করে। বিষয়টি পুলিশের নজরে এলে গতকাল রাতে তাদের আটক করা হয় ।
পরে তথ্যপ্রযুক্তি আইনে মামলা করে মঙ্গলবার বিকালে আদালতে তোলা হয় বলে জানান ওসি শহিদুল।