News71.com
 Bangladesh
 28 Jun 16, 07:42 PM
 544           
 0
 28 Jun 16, 07:42 PM

ক্যানসার আক্রান্ত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থী সাইমুম ইফতেখারকে বাঁচাতে সাহায্যের আবেদন...

ক্যানসার আক্রান্ত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থী সাইমুম ইফতেখারকে বাঁচাতে সাহায্যের আবেদন...

প্রবীর ঘোষ, চবি প্রতিনিধি: এখানে সন্ধ্যাগুলো মন খারাপ করিয়ে দেই। ঘড়ির দিকে তাকিয়ে থাকা নেই; নেই ইফতারের টেবিলে আসার জন্যে মায়ের মুহুর্মুহু ডাক। আছে কেবল দিবসের সমাপ্তি ঘোষণা করা একটা রক্তিম আকাশ। আর জানালার বাইরে মাঠের প্রান্তে ভবন গাত্রে দাঁড়িয়ে থাকা অ্যাঞ্জেল গ্যাব্রিয়েলের ডানাওয়ালা মূর্তি।

এমন সহজ আবেগের লেখাটা যে লিখেছে, ফেসবুক মাতিযে রাখা অভিমানী আর জেদী ছেলেটির নাম সাইমুম ইফতেখার। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ২০১৪-১৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থী সে।

বুক ভরা স্বপ্ন নিয়ে এক বছর আগে সবুজ বিশ্ববিদ্যালয়ের আঙ্গিনায় পা রাখা ছেলেটি ‘বোন ক্যান্সারে’ আক্রান্ত। ভারতের চেন্নাইয়ে জীবন বাঁচানোর সংগ্রামে লড়ছে সে।

ইতোমধ্যে ৬টি কেমো থ্যারাপি হয়েছে সাইমুমের; প্রতিবার এক লাখ টাকা করে খরচ করেছে তার পরিবার। প্রতিটি কেমো দেয়ার পর নতুন করে আবিষ্কার করেছে নিজেকে। হতাশা থাকে ছুঁয়েও দেখতে পারেনি।

চিকিৎসকরা বলছেন, ক্যান্সার ফুসফুসে পৌঁছালেই সাইমুমকে আর বাঁচানো যাবে না। ফুসফুস পর্যন্ত ক্যান্সারের সংক্রম হওয়ার আগেই কেটে ফেলতে হবে তার বাম পা; ঈদের আগেই অপারেশন করতে হবে। আর এর জন্য প্রয়োজন ১০ লাখ টাকা। কিন্তু দীর্ঘ দিনের চিকিৎসা খরচ দেওয়ার পর সাইমুমের পরিবার এখন প্রায় অর্থশূন্য।

আর তাই ক্যাম্পাসে ফিরতে আপনাদের সহযোগিতার দিকে চেয়ে আছে প্রচণ্ড আত্মবিশ্বাসী সাইমুম। যে দেশের মানুষ নিজের রক্ত দিয়ে অপরিচিত মানুষকে বাঁচিয়ে সুখ খোঁজে পায়; যে দেশের মানুষ নিজে খাওয়ার চেয়ে অন্যের ক্ষুধা মিটিয়ে আনন্দিত হয়; সেই দেশের বিত্তবান মানুষের সাইমুমের পাশে থাকবে- এমনটাই আশা আমাদের প্রত্যেকের।

ভারতে এক ব্যাগ রক্ত কিনতে ব্যয় হয় ৫০০০ রুপি। সব মিলিয়ে প্রতিদিন প্রচুর অর্থ ব্যয় হচ্ছে সাইমুমের চিকিৎসার জন্য। এই হাস্যোজ্জ্বল ছেলেটিকে বাঁচাতে সবার সহযোগিতা চেয়েছে সাইমুমের পরিবার ও বন্ধুরা।

সাহায্য পাঠানোর ঠিকানা: বিকাশ নম্বর ০১৮৬১২০৫০২৫ ও ০১৭৭৯৩৮৭৭৯০ (পারসোনাল নম্বর)। এছাড়া সাইমুমের বিষয়ে জানতে ও সাহায্যের বিষয়ে তার বড় ভাইয়ের সঙ্গে যোগাযোগ করা যাবে (মোবাইল নম্বর: ০১৭৩০০৯৩৮৪৫)। আগামী ৩০ জুনের মধ্যে সাহায্য পাঠালে ঈদের আগেই অপারেশন করা সম্ভব হবে। আর চিকিৎসার ব্যয়ও অনেক কমে যাবে।

বন্ধুরা ফিরে পাবে সাইমুমের হাসি মাখা মুখ। যে শক্তি উৎস হবে আপনার, আমার, আমাদের ক্ষুদ্র প্রচেষ্টায়। আসুন সাইমুমের পাশে দাঁড়ায়। তাকে বাঁচিয়ে রাখি নিজের আদরে ছোট ভাইয়ের মতো করে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন