
নিউজ ডেস্কঃ উপ-সচিবসহ অন্যান্য পদে পরীক্ষার মাধ্যমে পদোন্নতি দেওয়ার জন্য পরীক্ষা প্রথা চালু করতে সরকারের আপাপত কোনো পরিকল্পনা নেই বলে জানিয়েছেন জনপ্রশাসন মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম ।আজ সকালে জাতীয় সংসদের একাদশতম অধিবেশনে মামুনুর রশীদ কিরণের উত্থাপিত প্রশ্নের জবাবে একথা জানান মন্ত্রী। এরআগে সকাল ১০টা ৫৫মিনিটে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে দিনের কার্যসূচি শুরু হয় ।
অধিবেশনের শুরুতেই স্পিকার প্রশ্নোত্তর টেবিলে উত্থাপনের কথা জানান। এরপরই শুরু হয় ২০১৬-১৭ অর্থ বছরের বাজেটের ওপর সাধারণ আলোচনা। প্রশ্নোত্তরে সৈয়দ আশরাফ জানান, উপসচিব বা তদুর্ধ্ব পদে পরীক্ষার মাধ্যমে পদোন্নতি দেওয়ার জন্য পরীক্ষা প্রথা চালুর আপাতত কোনো পরিকল্পনা সরকারের নেই। উপসচিব এবং তদুর্ধ্ব পদে পদোন্নতির বিধিমালা ‘সরকারের উপসচিব, যুগ্ম সচিব, অতিরিক্ত সচিব ও সচিব পদে পদোন্নতি বিধিমালা-২০০২’ সংশোধনের পদক্ষেপ গ্রহণ করা হয়েছে ।
মুহা. গোলাম মোস্তফা বিশ্বাসের অপর ১ প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, চুক্তিভিত্তিক নিয়োগ বন্ধ করার বিষয়েও সরকারের আপতত কোনো পরিকল্পনা নেই। সরকার সাধারণত চুক্তিভিত্তিক নিয়োগকে নিরুৎসাহিত করে। তরে বিশেষায়িত পদে এবং যে সব সংস্থায় কারিগরি জ্ঞানসম্পন্ন জনবল সংকট রয়েছে, সে সব সংস্থায় উপযুক্ত সামরিক, বেসামরিক এবং বিশেষ ও যোগ্যতাসম্পন্ন ব্যক্তিবর্গকে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়ে থাকে ।