
নিউজ ডেস্ক: গোপালগঞ্জে এক স্কুল ছাত্রীকে পাশবিক নির্যাতনের অভিযোগ উঠেছে। অসুস্থ অবস্থায় ওই কিশোরীকে গোপালগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসাপাতালে ভর্তি করা হয়েছে। নির্যাতনের শিকার ওই কিশোরী গোপালগঞ্জ শহর তলীর বেদগ্রাম হাজী নাদের আলি-সাদেক আলি হাইস্কুলের সপ্তম শ্রেণির ছাত্রী। এ ঘটনায় জড়িত অভিযোগে শামীম মোল্লাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
পরিবার ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, গোপালগঞ্জ শহরের বেদগ্রাম ফড়িঙ্গাবাড়ী এলাকায় সোমবার সন্ধ্যায় দুই মেয়েকে বাড়িতে রেখে কাজে যান মা-বাবা।
এ সুযোগে ঘরে ঢোকে একই এলাকার বাচ্চু মোল্লার ছেলে শামীম মোল্লা। নির্যাতনের শিকার কিশোরীকে শাসন করতে তার বাবা তাকে পাঠিয়েছে এমন কথা বলে ওই কিশোরীর বড় বোনকে ঘরের বাইরে যেতে বলে। এ সময় সরল বিশ্বাসে সে ঘরের বাইরে গেলে কিশোরীর হাত-পা ও মুখ বেঁধে পাশবিক নির্যাতন করে। পরে নির্যাতনকারী শামীম কৌশলে পালিয়ে যায়।
বিষয়টি বাড়ির পাশের এক নারীকে বলে ওই কিশোরীর বোন। এ সময় অসুস্থ অবস্থায় কিশোরীর বাবা-মা ও প্রতিবেশীরা তাকে গোপালগঞ্জ ২৫০ শয্যা জেনারলে হাসপাতালে ভর্তি করে। এ ঘটনায় রাতেই নির্যাতনের শিকার কিশোরীর মা বাদী হয়ে গোপালগঞ্জ সদর থানায় মামলা দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে পুলিশ রাতেই ঘটনাস্থলে গিয়ে অভিযান চালিয়ে অভিযুক্ত শামীমকে আটক করে জিজ্ঞাসাবাদ করে।
পরে আজ মঙ্গলবার দুপুরে আদালতের মাধ্যমে তাকে জেল হাজতে পাঠানো হয়েছে। এদিকে, বিষয়টি শুনে গোপালগঞ্জের সহকারী পুলিশ সুপার আমীনুল ইসলাম হাসপাতালে গিয়ে মেয়েটির খোঁজ খবর নেন। গোপালগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা ফারুক আহমেদ জানান, হাসপাতালে নিয়ে আসার পর মেয়েটির চিকিৎসা দেওয়া হয়।
তার ডাক্তারি পরীক্ষার ব্যবস্থা নেওয়া হয়েছে। গোপালগেঞ্জের সহকারী পুলিশ সুপার (সাকের্ল) আমীনুল ইসলাম জানান, অভিযোগ পেয়ে তাৎক্ষণিকভাবে নির্যাতনের শিকার কিশোরীকে হাসপাতালে চিকিৎসা দেওয়ার পরামর্শ দিই। এ ব্যাপারে মামলা হয়েছে। আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে। ডাক্তারি প্রতিবেদন পাওয়ার পর আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।