
নিউজ ডেস্ক: জামালপুরে জেএমবি’র দুই সদস্য কামরুল হাসান ও হাবিবুর রহমানকে ১০ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। আজ মঙ্গলাবার দুপুরে যুগ্ম জেলা জজ ও স্পেশাল ট্রাইবুন্যাল আদালত-৩ এর বিচারক ফাতেমা ইমরোজ ক্ষণিকা এ সাজা প্রদান করেন।
মামলার এজাহার ও আদালত সূত্রে জানা যায়, জামালপুর সদর উপজেলার হাজীপুর কুমারগাতি গ্রামের আব্দুল মজিদ এর পুত্র কামরুল হাসান (৩৬) এবং সরিষাবাড়ী উপজেলার সাতপোয়া ইউনিয়নের দক্ষিণ মধ্যপাড়া গ্রামের ইউসুফ আলীর পুত্র হাবিবুর রহমান(৩১) এর বিরুদ্ধে ২০০৭ সালে জেএমবি সদস্য হিসাবে নাশকতার অভিযোগ করে এলাকাবাসী।
ওই অভিযোগের প্রেক্ষিতে ওই বছরের ২১ মার্চ রাতে সরিষাবাড়ী থানার এসআই শফিকুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি দল একই উপজেলার ভাটারা বাজারে অভিযান চালিয়ে তাদের ধরতে যায়। তখন তারা পুলিশের ওপর হ্যান্ড গ্রেনেড ছুড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে।
তবে এলাকাবাসীর সহযোগিতায় পুলিশ জেএমবি সদস্য কামরুল হাসান ও হাবিবুর রহমানকে গ্রেপ্তার করে। পরে তাঁদের কাছ থেকে আরও দুটি হ্যান্ড গ্রেনেড উদ্ধার করা হয়।
এ ঘটনায় সরিষাবাড়ী থানার এসআই শফিকুল ইসলাম বাদী হয়ে ওইদিন রাতেই তাদের বিরুদ্ধে বিস্ফোরক আইনে একটি মামলা দায়ের করে উভয়কে জেলহাজতে প্রেরণ করেন আদালত।
ওই মামলার সাক্ষী-প্রমাণ শেষে আজ মঙ্গলবার দুপুরে জামালপুরের যুগ্ম জেলা জজ ও স্পেশাল ট্রাইবুন্যাল আদালত-৩ এর বিচারক ফাতেমা ইমরোজ ক্ষণিকা অভিযুক্ত দুই জেএমবি সদস্য কামরুল হাসান ও হাবিবুর রহমানকে ১০ বছরের সশ্রম কারাদণ্ড এবং পাঁচ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে আরও ৬ মাসের কারাদণ্ড প্রদান করেন।