News71.com
 Bangladesh
 28 Jun 16, 07:11 PM
 408           
 0
 28 Jun 16, 07:11 PM

ঢাকা-বরিশাল মহাসড়কে মাদারীপুরে বাস খাদে পড়ে ১০ জন যাত্রী আহত

ঢাকা-বরিশাল মহাসড়কে মাদারীপুরে বাস খাদে পড়ে ১০ জন যাত্রী আহত

নিউজ ডেস্ক:ঢাকা-বরিশাল মহাসড়কের মাদারীপুরের ঘটকচর এলাকায় একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে ১০ জন যাত্রী আহত হয়েছেন। আহতদের মাদারীপুর সদর হাসপাতালে ভর্তি ও প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে এ সড়ক দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বিসমিল্লাহ পরিবহণ (পাবনা ব-৩২২) নামের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এতে কমপক্ষে ১০ যাত্রী আহত হয় বলে জানা যায়।

বাসযাত্রী আলী আকবর চালকের ওপর ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘ড্রাইবার যদি সাইডে বসে মহিলাদের সাথে কথা বলে তাহলে এমন দুর্ঘটনা তো হবেই।

আলম নামের এক বাসযাত্রী বলেন, অন্য একটা গাড়ি মুখোমুখি চলে আসায় বাসটি বাম দিকে নেওয়ার কারণে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়।

এ ব্যাপারে মাদারীপুর ফায়ার সার্ভিসের সাব অফিসার আক্তার হোসেন বলেন, কিছু যাত্রী আহত হয়েছে। তবে বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছে বাসটি। আমরা সাথে সাথে দ্রুতগতিতে দুর্ঘটনাস্থলে চলে এসেছি। আহতদের উদ্ধার করে সদর হাসপাতালে পাঠিয়েছি।

মাদারীপুর সহকারী পুলিশ সুপর (সার্কেল) মো. মনিরুজ্জামান ফকির জানন, এ ঘটনায় কেউ নিহত হয়নি। তবে একাধিক লোক আহত হয়েছে। ঘটনাটি শুনে পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে যাত্রীদের উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করে দিয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন