News71.com
 Bangladesh
 28 Jun 16, 07:09 PM
 309           
 0
 28 Jun 16, 07:09 PM

পবিত্র রমজানে নওগাঁ জেলা পুলিশের জনসচেতনতা মূলক লিফলেট বিতরণ

পবিত্র রমজানে নওগাঁ জেলা পুলিশের জনসচেতনতা মূলক লিফলেট বিতরণ

নিউজ ডেস্ক: আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে নওগাঁয় জনসচেতনতা মূলক লিফলেট বিতরণ করেছে নওগাঁ জেলা পুলিশ। আজ মঙ্গলবার দুপুরে শহরের ঢাকা বাসস্ট্যান্ড, বালুডাঙ্গা বাসস্ট্যান্ড, মুক্তির মোড়সহ গুরুত্বপূর্ণ স্থানে লিটলেট বিতরণ করা হয়।

এ সময় পুলিশ সুপার মোজাম্মেল হক বিপিএম, পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার খোরশেদ আলম ও মুহাম্মদ রাশিদুল হক, সহকারি পুলিশ সুপার মোহসিন, নওগাঁ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) জাকিরুল ইসলাসসহ জেলা পুলিশের অন্যান্য অফিসারগণ উপস্থিত ছিলেন।

পবিত্র রমজান মাসে আত্মশুদ্ধি, সামাজিক মূল্যবোধ, নৈতিকতা জাগ্রতকরণ এবং সামাজিক বিশৃঙ্খলা নিবৃত্তকরণ, সকল ফল ও শাকসবজিতে কার্বাইড ও ফরমালিন ব্যবহার, ইফতারিতে ভেজাল ও কৃত্রিম রং ব্যবহার না করা, ফুটপাতের অবৈধ দখল ও অবৈধ পার্কিং হতে বিরত থাকা, যানজট নিরসনের লক্ষ্যে আজ মঙ্গলবার সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত শহরের ভিতরে বাস, ট্রাক, ট্যাঙ লরী, কাভার্ড ভ্যান প্রবেশ না করা।

সড়ক-আঞ্চলিক মহাসড়ক ও মহাসড়কের ভিতরে ভুটভুটি লছিমন, করিমন এবং শহরের ভিতর ব্যাটারিচালিত অটোরিকশা চালানো হতে বিরত থাকা, অজ্ঞান পার্টির সদস্য হকার ফেরিওয়ালা সহযাত্রী বা বন্ধু বেশে অজ্ঞান করতে পারে এমন মানুষ থেকে সাবধানে থাকা।

ফুটপাত ও ভ্রাম্যমাণ দোকানের উন্মুক্ত খাবার, ডাবের পানি, জুস, ক্রীম জাতীয় বিস্কুট চকলেট নানা ধরনের পানীয়তে নেশা জাতীয় দ্রব্য মিশিয়ে অচেতন করে সম্পদ লুট করে না নিতে পারে এমন সচেতনতামূলক ২২টি বিষয় সম্বলিত লিফলেট বিতরণ করা হয়।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন