News71.com
 Bangladesh
 28 Jun 16, 07:09 PM
 414           
 0
 28 Jun 16, 07:09 PM

মাগুরায় কিশোরকে হত্যার অভিযোগ

মাগুরায় কিশোরকে হত্যার অভিযোগ

নিউজ ডেস্কঃ মাগুরার শ্রীপুর উপজেলার কাদিরপাড়া গ্রামে গত সোমবার রাতে রাব্বি (১৮) নামে এক কিশোরের রহস্যজনক মৃত্যু হয়েছে। পরিবারের দাবি জমি নিয়ে বিরোধের জের ধরে প্রতিপক্ষরা তাকে হত্যা করেছে। সে এ বছর স্থানীয় মাধ্যমিক বিদ্যালয় থেকে এএসসি পাশ করেছে। তার বাবার নাম আজিজার মন্ডল।

নিহতের পরিবারের অভিযোগ, সন্ধ্যায় কেউ তাকে মোবাইল করে বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। পরে রাতে লোক মারফৎ খবর পেয়ে তার মা বাড়ির পাশে রাস্তায় গিয়ে দেখতে পান ক'জন যুবক রাব্বিকে গলায় রশি দেওয়া অবস্থায় টেনে নিয়ে আসছে। তারা জানায়, রাব্বি আত্মহত্যা করেছে। পরিবারের অভিযোগ- প্রতিবেশি কাশেম মল্লিকের সাথে জমি নিয়ে বিরোধের জের ধরে তার ছেলে জামাল তাকে হত্যা করেছে।

শ্রীপুর থানার পুলিশ বলছে, বিষয়টি তদন্ত করা হচ্ছে। লাশ ময়না তদন্তর জন্য মাগুরা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়না তদন্তর রিপোর্টে নিশ্চিত হওয়া যাবে এটি হত্যা না আত্মহত্যা।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন