News71.com
 Bangladesh
 28 Jun 16, 07:08 PM
 385           
 0
 28 Jun 16, 07:08 PM

নিরাপত্তার স্বার্থে বাসাবাড়িতেও সিসি ক্যামেরা লাগাতে ডিএমপি কমিশনারের অনুরোধ

নিরাপত্তার স্বার্থে বাসাবাড়িতেও সিসি ক্যামেরা লাগাতে ডিএমপি কমিশনারের অনুরোধ

নিউজ ডেস্কঃ অপরাধ ঠেকাতে সকল প্রতিষ্ঠানের পাশাপাশি বাসাবাড়িতেও সিসি ক্যামেরা লাগানোর অনুরোধ করেছেন ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়া। আজ মহাখালী বাস টার্মিনালে আইনশৃঙ্খলা ও ট্রাফিক ব্যবস্থাপনা সংক্রান্ত মত বিনিময় সভায় তিনি এ অনুরোধ জানান।

এসময় তিনি বলেন, ‘ঢাকায় অপরাধ করে কেউ পার পাবে না। ইতোমধ্যে সারা শহর সিসি টিভির আওতায় নিয়ে আসার কাজ চলছে। উন্নত বিশ্বের দেশগুলোর মতো কম্পিউটারের বাটন টিপেই সব তথ্য জানা যাবে।’ তিনি আরও বলেন, ‘ভাড়াটিয়াদের যে তথ্য দেয়া হয়েছে, সেখান থেকে আমরা অনেক অপরাধীদের শনাক্ত করতে পেরেছি।’

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন