News71.com
 Bangladesh
 28 Jun 16, 06:51 PM
 398           
 0
 28 Jun 16, 06:51 PM

দেশে রং লাগিয়ে দেদারছে মহিষের মাংস বিক্রি হচ্ছে গরুর দামে....

দেশে রং লাগিয়ে দেদারছে মহিষের মাংস বিক্রি হচ্ছে গরুর দামে....

নিউজ ডেস্কঃ রং লাগিয়ে মহিষের মাংসকে গরুর মাংস বলে বেশি দামে বিক্রি করার সময় ম্যাজিস্ট্রেটের কাছে হাতেনাতে ধরা পড়েছেন এক মাংস বিক্রেতা। মঙ্গলবার (২৮ জুন) চট্টগ্রাম সিটি করপোরেশনেরে উদ্যোগে চান্দগাঁও থানার কাজীর হাটে অভিনব প্রতারণার বিষয়টি ধরা পড়ে।

অভিযানে নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ফোরকান এলাহি অনুপম। তিনি জানান, মহিষের মাংসকে গরুর বলে বিক্রি এবং কসাইখানার রসিদ দেখাতে না পারায় মো. রমজান আলী নামের ওই অসাধু মাংস বিক্রেতাকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। ভোক্তা অধিকার আইনে এ জরিমানা করা হয়।

তিনি জানান, অভিযানে চসিক আইনে মো. ইসমাইলকে ৫ হাজার টাকা, মো. এনামকে ৫ হাজার টাকা এবং জুবিলি রোডের তাইওয়া চাইনিজ রেস্টুরেন্টকে পচা-বাসি খাবার সংরক্ষণ, পোড়া তেল ব্যবহার এবং অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে নুডুলস তৈরি ও চসিক স্বাস্থ্য বিভাগের ডি ফরম হালনাগাদ না করার অপরাধে ভোক্তা অধিকার আইনে ৫০ হাজার টাকা ও চসিক আইনে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযানে চসিকের সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তা, বন্দর থানা ও নগর পুলিশ ম্যাজিস্ট্রেটকে সহায়তা দেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন