
নিউজ ডেস্ক: "চলতি মৌসুমে জেলেদের জালে প্রচুর ইলিশ ধরা পড়ছে। বাজারে ইলিশের পর্যাপ্ত সরবরাহ রয়েছে। এ কারণে বাজারে অপেক্ষাকৃত সস্তায় ইলিশ পাওয়া যাচ্ছে।"
আজ মঙ্গলবার জাতীয় সংসদ অধিবেশনে প্রশ্নোত্তর পর্বে এসব কথা বলেন মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী ছায়েদুল হক। আওয়ামী লীগের সদস্য বজলুল হক হারুনের লিখিত প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, "বর্তমান সরকার ইলিশের উৎপাদন বৃদ্ধির জন্য ইলিশ ব্যবস্থাপনা কৌশল গ্রহণ করেছে।
এ ক্ষেত্রে সংশ্লিষ্ট মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির পরামর্শ মোতাবেক এ বছর মা ইলিশ সংরক্ষণ সময়সীমা ১৫ দিন থেকে বাড়িয়ে ২২ দিন করা হয়, যা আশ্বিন মাসের প্রথম পূর্ণিমার দিন ও পূর্ণিমার পরের ১৭ দিনসহ মোট ২২ দিন। এটি ইলিশ উৎপাদনে ইতিবাচক প্রভাব ফেলেছে।"
একই প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, ইলিশ ব্যবস্থাপনা কৌশল হিসেবে ইলিশের অভয়াশ্রম প্রতিষ্ঠা, প্রচার ও প্রকাশনা, মোবাইল কোর্ট পরিচালনা, বাজার পরিদর্শন, বিভিন্ন আইন প্রয়োগকারী সদস্যদের সঙ্গে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়াধীন মৎস্য অধিদপ্তরের কর্মকর্তাদের অভিযান পরিচালনা চলমান রয়েছে।
এতে যেখানে সারা বিশ্বে ইলিশের উৎপাদন ক্রমহ্রাসমান, সেখানে বাংলাদেশে ইলিশের উৎপাদন বৃদ্ধি পাচ্ছে। তিনি জানান, এসব কার্যক্রম গ্রহণ করায় বিগত কয়েক বছর ধরে ইলিশের উৎপাদন বেড়েছে।
এ ছাড়া ইলিশের উৎপাদনের ধারা অব্যাহত রাখার জন্য ইলিশ সম্পদ ব্যবস্থাপনা' শীর্ষক একটি প্রকল্প গ্রহণ করা হয়েছে।