
নিউজ ডেস্ক: হবিগঞ্জের বাহুবল উপজেলার সুন্দ্রাটিকি গ্রামের আলোচিত ৪ শিশু হত্যা মামলার চার্জশিট গ্রহণ করেছেন আদালত। এছাড়া আদালত কারাগারে থাকা ৫ আসামির জামিন আবেদন নামঞ্জুর ও পলাতক ৩ আসামিকে গ্রেপ্তারের নির্দেশ দেন।
আজ মঙ্গলবার দুপুরে জেলা নারী ও শিশু নির্যাতন দমন আদালতের জেলা জজ কিরণ শংকর হালদার মামলার চার্জশিট গ্রহণ করে এ আদেশ দেন। পরে বিচারক আগামী ২৫ জুলাই মামলার পরবর্তী তারিখ নির্ধারণ করেন।
মামলার রাষ্ট্রপক্ষের আইনজীবী আবুল হাশেম মোল্লা মাসুম বিষয়টি নিশ্চিত করেছেন। গত ১২ ফেব্রুয়ারি সুন্দ্রাটিকি গ্রামের জাকারিয়া আহমেদ শুভ (৮), তার চাচাতো ভাই মনির মিয়া (৭), তাজেল মিয়া (১০) ও ইসমাইল হোসেন (১০) পাশের গ্রামে খেলা দেখতে গিয়ে নিখোঁজ হয়। ১৭ ফেব্রুয়ারি বাড়ির অদূরে একটি বালুর ছড়া থেকে মাটি চাপা দেওয়া অবস্থায় তাদের মরদেহ উদ্ধার করে পুলিশ।
এ ঘটনায় দায়ের করা মামলায় ৪৮ দিন তদন্ত শেষে ৮ জনের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করেন তদন্ত কর্মকর্তা জেলা গোয়েন্দা পুলিশের তৎকালীন ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোক্তাদির হোসেন।