
নিউজ ডেস্ক: সুন্দরবনের শিবসা নদী থেকে ১৫ জেলেকে অপহরণ করেছে বনদস্যু জাহাঙ্গীর বাহিনী। আজ মঙ্গলবার ভোরে জেলে অপহরণের খবর পেয়ে তাদের উদ্ধারে অভিযান শুরু করেছে কোস্টগার্ড ও বন বিভাগ।
জেলে ও মহাজন সূত্রে জানা গেছে, পশ্চিম সুন্দরবনের নলিয়ান রেঞ্জের শিবসা নদীতে ভোরে মাছ শিকার করছিলেন জেলেরা। এ সময় সেখানকার জেলে বহরে অতর্কিত হামলা চালায় বনদস্যু জাহাঙ্গীর বাহিনী।
দস্যুরা তাদের ওপর হামলা চালিয়ে মারধর করে এবং নৌকায় থাকা বিভিন্ন মালামাল লুটে নেয়। এ ছাড়া জনপ্রতি ৫০ হাজার টাকা করে মুক্তিপণের দাবিতে ১৫ জেলেকে অপরহণ করে নিয়ে যায় তারা।
অপহৃত জেলেদের বাড়ি খুলনার কয়রা, পাইকগাছা, ডুমুরিয়া, সাতক্ষীরার তালা ও মুন্সিগঞ্জ জেলায় বলে জানিয়েছে অপহৃত জেলেদের মহাজনেরা। এদিকে জেলে অপহরণের খবর পেয়ে সকাল থেকেই ওই এলাকায় অভিযান শুরু করেছে কোস্টগার্ড ও বন বিভাগের সদস্যরা।
সুন্দরবনে জেলে অপহরণের বিষয়ে কোস্টগার্ড পশ্চিম জোনের (মংলা) অপারেশন কর্মকর্তা লেফটেন্যান্ট ফরিদ উজ জামান বলেন, অপহৃত জেলেদের উদ্ধারে ইতোমধ্যে অভিযান শুরু করা হয়েছে।