News71.com
 Bangladesh
 28 Jun 16, 03:30 PM
 406           
 0
 28 Jun 16, 03:30 PM

বনদস্যু জাহাঙ্গীর বাহিনীর হাতে সুন্দরবনের থেকে ১৫ জেলেকে অপহরণ

বনদস্যু জাহাঙ্গীর বাহিনীর হাতে সুন্দরবনের থেকে ১৫ জেলেকে অপহরণ

নিউজ ডেস্ক: সুন্দরবনের শিবসা নদী থেকে ১৫ জেলেকে অপহরণ করেছে বনদস্যু জাহাঙ্গীর বাহিনী। আজ মঙ্গলবার ভোরে জেলে অপহরণের খবর পেয়ে তাদের উদ্ধারে অভিযান শুরু করেছে কোস্টগার্ড ও বন বিভাগ।

জেলে ও মহাজন সূত্রে জানা গেছে, পশ্চিম সুন্দরবনের নলিয়ান রেঞ্জের শিবসা নদীতে ভোরে মাছ শিকার করছিলেন জেলেরা। এ সময় সেখানকার জেলে বহরে অতর্কিত হামলা চালায় বনদস্যু জাহাঙ্গীর বাহিনী।

দস্যুরা তাদের ওপর হামলা চালিয়ে মারধর করে এবং নৌকায় থাকা বিভিন্ন মালামাল লুটে নেয়। এ ছাড়া জনপ্রতি ৫০ হাজার টাকা করে মুক্তিপণের দাবিতে ১৫ জেলেকে অপরহণ করে নিয়ে যায় তারা।

অপহৃত জেলেদের বাড়ি খুলনার কয়রা, পাইকগাছা, ডুমুরিয়া, সাতক্ষীরার তালা ও মুন্সিগঞ্জ জেলায় বলে জানিয়েছে অপহৃত জেলেদের মহাজনেরা। এদিকে জেলে অপহরণের খবর পেয়ে সকাল থেকেই ওই এলাকায় অভিযান শুরু করেছে কোস্টগার্ড ও বন বিভাগের সদস্যরা।

সুন্দরবনে জেলে অপহরণের বিষয়ে কোস্টগার্ড পশ্চিম জোনের (মংলা) অপারেশন কর্মকর্তা লেফটেন্যান্ট ফরিদ উজ জামান বলেন, অপহৃত জেলেদের উদ্ধারে ইতোমধ্যে অভিযান শুরু করা হয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন