News71.com
 Bangladesh
 16 Jul 21, 11:18 AM
 278           
 0
 16 Jul 21, 11:18 AM

করোনায় মারা গেলেন অতিরিক্ত পুলিশ সুপার আহসান হবীব॥

করোনায় মারা গেলেন অতিরিক্ত পুলিশ সুপার আহসান হবীব॥

নিউজ ডেস্কঃ করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে রাঙ্গামাটি জেলার আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) অতিরিক্ত পুলিশ সুপার আহসান হাবীব মৃত্যুবরণ করেছেন। বৃহস্পতিবার (১৫ জুলাই) দিনগত রাত সাড়ে ১২টার দিকে রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। বাংলাদেশ পুলিশ সার্ভিস এ্যাসোসিয়েশানের সাধারন সম্পাদক, ঢাকা মহানগর পুলিশের উপ কমিশনার আসাদুজ্জামান জানান, করোনা আক্রান্ত হয়ে গত ৬ জুলাই থেকে রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন আহসান হাবীব। তার স্ত্রীও করোনায় আক্রান্ত হয়ে একই হাসপাতালে চিকিৎসাধীন। পুলিশ কর্মকর্তা আহসান হাবীবের অ্যাজমার সমস্যা ছিল, চিকিৎসাধীন অবস্থায় তার অবস্থার অবনতি হলে তাকে আইসিউতে নেওয়া হয়। সেখানেই গতকাল দিনগত গভীররাতে তিনি মৃত্যুবরণ করেন। আহসান হাবীব করোনা ভাইরাসের ভারতীয় ডেল্টা ভ্যারিয়েন্টে আক্রান্ত হয়েছিলেন বলে ধারণা করছেন চিকিৎসকরা। জানা গেছে, করোনা ভাইরাস সংক্রমণ শুরুর পর ভাইরাসে আক্রান্ত হয়ে এখন পর্যন্ত ১০১ জন পুলিশ সদস্য মারা গেছেন আর আক্রান্ত হয়েছেন ২৩ হাজারেরও বেশি পুলিশ সদস্য।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন