News71.com
 Bangladesh
 28 Jun 16, 02:46 PM
 548           
 0
 28 Jun 16, 02:46 PM

এসপি বাবুল আক্তারের স্ত্রী মাহমুদা খানম মিতু হত্যায় ব্যবহৃত অস্ত্রসহ দুজনকে গ্রেপ্তার

এসপি বাবুল আক্তারের স্ত্রী মাহমুদা খানম মিতু হত্যায় ব্যবহৃত অস্ত্রসহ দুজনকে গ্রেপ্তার

নিউজ ডেস্ক: এসপি বাবুল আক্তারের স্ত্রী মাহমুদা খানম মিতু হত্যায় ব্যবহৃত অস্ত্রসহ দুজনকে গ্রেপ্তার করার কথা জানিয়েছে পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলেন এহতেশামুল হক ভোলা ও মনির। গ্রেপ্তারের সময় ভোলার কাছ থেকে একটি রিভলবার ও একটি পিস্তলও উদ্ধার করা হয়েছে।

গ্রেপ্তার হওয়া দুজনই কিলিং মিশনে অংশ নিয়েছিল বলে জানিয়েছেন মামলার তদন্তকারী কর্মকর্তা ও নগর গোয়েন্দা পুলিশের সহকারী কমিশনার (দক্ষিণ) মো. কামরুজ্জামান।

নগর পুলিশের অতিরিক্ত কমিশনার (অপরাধ ও অভিযান) দেবদাস ভট্টাচার্য বলছেন, আজ মঙ্গলবার ভোরে নগরীর বাকলিয়া এলাকা থেকে ভোলা ও মনিরকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার হওয়া এহতেশাম ভোলা এ ঘটনায় খুনিদের অস্ত্র সরবরাহ করেছিল বলে উঠে এসেছে আসামি আনোয়ার ও ওয়াসিমের জবানিতে।

উল্লেখ্য, এদের মধ্যে ভোলা কয়েক দিন আগেই আটক হয়েছিলেন বলে বিভিন্ন সংবাদমাধ্যমে খবর এলেও পুলিশ তা স্বীকার করেনি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন