News71.com
 Bangladesh
 28 Jun 16, 02:45 PM
 1624           
 0
 28 Jun 16, 02:45 PM

জাবি ছাত্র সন্ত্রাসী হামলায় আহত

জাবি ছাত্র সন্ত্রাসী হামলায় আহত

জাবি সংবাদদাতা:গতকাল সোমবার (২৭ জুন) রাতে ঢাকা থেকে বাড়ি ফেরার পথে মৃন্ময় মজুমদার নামে এক জাবি শিক্ষার্থী সন্ত্রাসী হামলার শিকার হয়েছেন।ঘটনাটি ঘটে ফকিরহাট থানার কলকোডিয়াতে। মৃন্ময় যে ভ্যানে যাচ্ছিলো, ওই ভ্যান চালক এবং ভ্যানের বাকি লোক মাঝপথে হঠাৎ মৃন্ময়কে আক্রমন করে । আক্রমনকারীরা ছিল অস্ত্রধারী ।এ সময় তারা মৃন্ময়ের থেকে টাকা পয়সা, ফোন ছিনিয়ে নিয়ে যায়।

শুধু তাই নয় সন্ত্রাসীরা চলে যাওয়ার সময় মৃন্ময় মজুমদারকে এলোপাতারি কুপিয়ে রক্তাক্ত করে যায় ।মৃন্ময় বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে ।

আহত মৃন্ময় মজুমদার বিশ্ববিদ্যালয়ের প্রাণ রসায়ন ও অনু প্রাণ বিভাগের ৪৪ তম আবর্তন এবং মীর মশাররফ হোসেন হলের আবাসিক ছাত্র। পাশাপাশি তিনি জাহানঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবের সদস্য । তার দেশের বাড়ি বাগেরহাট জেলার ফকিরহাট থানায়।

উল্লেখ্য,আহত মৃন্ময় মজুমদার বলেন, তাকে সাম্প্রদায়িকতার কথা তুলে ছুরিকাঘাত করা হয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন