
নিউজ ডেস্ক: হজরত শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দরের নিরাপত্তার মান খতিয়ে দেখতে আজ বাংলাদেশে আসছেন জার্মান এভিয়েশন বিশেষজ্ঞদের একটি দল। জার্মানির জাতীয় বিমান সংস্থা লুফথানসা এয়ারলাইনস বাংলাদেশ থেকে আকাশপথে সরাসরি পণ্য পরিবহন (কার্গো) নিষিদ্ধ করার মাত্র দুই দিন পর এই দলটি ঢাকা সফরে আসছে। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি সূত্র জানিয়েছে, ব্রিটিশ বিষেষজ্ঞদের মতো জার্মান দলটিও ইউরোপীয় ইউনিয়নের নির্ধারিত মানদণ্ডের সঙ্গে ঢাকা আন্তর্জাতিক বিমানবন্দরের নিরাপত্তা ব্যবস্থা যাচাই-বাছাই করে দেখবে।
জার্মানির বেসামরিক বিমান কর্তৃপক্ষ ইতিমধ্যে বাংলাদেশ বিমানকে এ-সংক্রান্ত একটি পত্র দিয়েছে। জার্মান সরকার বাংলাদেশ থেকে আকাশপথে সরাসরি পণ্য পরিবহন বন্ধ করার যে সিদ্ধান্ত নিয়েছে তা রবিবার থেকে কার্যকর হওয়ার কথা রয়েছে। এর মাত্র তিন মাস আগে নিরাপত্তার অজুহাত তুলে বাংলাদেশ থেকে সরাসরি কার্গো ফ্লাইট বন্ধ করে দিয়েছিল যুক্তরাজ্য।
গত বছরের ডিসেম্বরে একই ধরনের সিদ্ধান্ত নিয়েছিল অস্ট্রেলিয়াও। বাংলাদেশ থেকে আকাশপথে সরাসরি পণ্য পরিবহনের ওপর আরোপিত যুক্তরাজ্য ও অস্ট্রেলিয়ার ওই নিষেধাজ্ঞা দুটি এখনো বহাল রয়েছে।
রবিবার জার্মানির বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ লুফতফার্ট বুন্ডেসাম্ট অথরিটি (এলবিএ) এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, বাংলাদেশ থেকে আকাশপথে পাঠানো পণ্য ও চিঠিপত্রকে অত্যন্ত ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করেছে জার্মানির আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও গোয়েন্দা সংস্থা।
এ কারণে বাংলাদেশকে উড্ডয়ন নিরাপত্তার ক্ষেত্রে উচ্চ ঝুঁকির দেশের তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে। এর অর্থ হচ্ছে, বাংলাদেশ থেকে জার্মানিতে পাঠানো সকল কার্গো ফ্লাইট অবশ্যই তৃতীয় কোনো দেশের বিমানবন্দরে রি-স্ক্যানিং করা হবে।