
নিউজ ডেস্ক: আকাশে মেঘের ভেলা ঘুরছে, বজ্রপাতের ঝিলিকও রয়েছে কখনও কখনও; এর মধ্যে ভরদুপুরে ভ্যাপসা গরম আর অকস্মাৎ ঝিরিঝিরি বৃষ্টি। আষাঢ় মাসের ১৩ দিন পার করেও এমন আবহাওয়া বিরাজ করছে।
আবহাওয়াবিদরা বলছেন, মৌসুমি বায়ু দুর্বল থাকায় মধ্য আষাঢ়ে অপেক্ষাকৃত কম বৃষ্টি হচ্ছে। তবে কিছুদিন পর সারা দেশে ভালোভাবে সক্রিয় হতে পারে বর্ষা।
সোমবার সিলেট, চট্টগ্রাম ও রংপুরসহ দেশের বিভিন্ন এলাকায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হলেও রাজধানীসহ অনেক এলাকায় ৩৫ ডিগ্রি সেলসিয়াসের বেশি তাপমাত্রা রেকর্ড করা হয়। আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস কর্মকর্তা রুবাইয়াত কবির বলেন, বর্ষাকাল এসেছে, মাত্র শুরু হলো মৌসুমের; বৃষ্টি হবেই। তবে কোথাও কম, কোথাও বেশি হচ্ছে।
এখন বাংলাদেশের ওপর দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু অর্থাৎ বর্ষা কিছুটা দুর্বল রয়েছে। বর্ষা দুর্বল থাকায় অনেক এলাকায় কম বৃষ্টি হচ্ছে বলে জানান তিনি। এখন মেঘলা আবহাওয়ায় ভ্যাপসা গরম যেমন অনুভূত হচ্ছে, আবার কোথাও মাঝারি থেকে ভারি বর্ষণ হচ্ছে- এটা স্বাভাবিক। আগামী মাসে বৃষ্টিপাত বাড়তে পারে।
ঈদের সময়টুকুতে একপশলা বৃষ্টিও হতে পারে, বলেন এ আবহাওয়াবিদ। সোমবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল রংপুরের রাজারহাটে ৩৬ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। এ সময় সিলেটে ৭৬ মিলিমিটার সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয়।
মঙ্গলবারের পূর্বাভাসের বিষয়ে বলা হয়, রংপুর, রাজশাহী, খুলনা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং বরিশাল, ঢাকা, চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ী দমকাসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি বর্ষণ হতে পারে।